নাড্ডার ঘরণী বাঙালি কন্যা, বিবাহবার্ষিকীতে ছবি পোস্ট মল্লিকার

Dec 12, 2020, 18:01 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: জেপি নাড্ডা বাংলার জামাইবাবু! রীতিমতো টোপর পরে বাঙালি কন্যাকে বিয়ে করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।      

2/7

কীভাবে? ১১ ডিসেম্বর, গতকাল ছিল নাড্ডার বিবাহবার্ষিকী। তাঁর স্ত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে বিয়ের ছবি দিয়েছেন নাড্ডা-ঘরণী। 

3/7

জানা গিয়েছে, মল্লিকার বাবা সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন মল্লিকা। সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি জড়িত।   

4/7

১৯৯১ সালে নাড্ডার সঙ্গে বিবাহ বন্ধবন্ধনে আবদ্ধ হন বাঙালি কন্যা মল্লিকা। 

5/7

 ধুতি, মাথায় টোপর দিয়ে একেবারে বাঙালি বর সেজে ছাদনাতলায় এসেছিলেন জেপি নাড্ডা।

6/7

বাংলায় দু'দিনের সফরে ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলার মুখে পড়েছিল জেপি নাড্ডার কনভয়। সভামঞ্চে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছিলেন,'মা দুর্গার কৃপায় কোনওক্রমে পৌঁছেছি।'

7/7

মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলে স্বামী-স্ত্রীর দশমী উদযাপনের মুহূর্তও ক্যামেরাবন্দি রয়েছে।