''রাত ৩টের সময়ও নির্দ্বিধায় ফোন করি'', শরণ শর্মার সঙ্গে ঘনিষ্ঠতার কথা মানলেন জাহ্নবী

Sep 25, 2020, 20:47 PM IST
1/8

পরিচালক শরণ শর্মার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বের কথা স্বীকার করে নিলেন শ্রীদেবী কন্যা, অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথাই বললেন জাহ্নবী।

2/8

জাহ্নবীর কথায়, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথম ছবি 'ধড়ক', পরিচালক শশাঙ্ক খৈতান, প্রযোজক করণ জোহর, ও 'গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল'-এর পরিচালক শরণ শর্মার সঙ্গে তাঁর বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। 

3/8

শরণ শর্মার সঙ্গে তাঁর অন্তরঙ্গ বন্ধুত্বের কথা বলতে গিয়ে অনেক কথাই বলেন জাহ্নবী।

4/8

জাহ্নবী কাপুরের কথায়, ''আমি যদি কোনও বিষয় নিয়ে সমস্যায় থাকি, তাহলে রাত ৩টের সময়ও ওকে নির্দ্বিধায় ফোন করতে পারি।''

5/8

জাহ্নবীর আরও বলেন, ''শরণ শর্মার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে। আর ওকে রোজ একবার ফোন করাটা আমার কাছে প্রয়োজনীয় হয়ে পড়েছে। ''

6/8

জাহ্নবীর কথায়, ''শরণের সঙ্গে আমার এই বন্ধুত্বটা গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল-ছবির শ্যুটিংয়ে সময়ই তৈরি হয়। আমরা একে অপরকে বেশ ভালো বুঝতে পারি। ''

7/8

জাহ্নবী আরও বলেন, ''আমাদের দুজনের ব্যক্তিত্ব, সৃজনশীলতার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া রয়েছে। এখন মনে হয় দ্যা কার্গিল গার্ল ছবিটি আমাদের সন্তান, যাকে আমরা দুজন মিলে বড় করেছি।''

8/8

জাহ্নবীর কথায়, ''আমি শরণকে বলেছি, আমি ওর প্রতিটি ছবির অংশ হতে চাই। যদি কোনও ছবির চরিত্রগুলির সঙ্গে আমি ম্যাচ না করি, তাহলে সেটা আলাদা। তবে যদি ফিট করে, তাহলে ও যতক্ষণ না আমায় ওই চরিত্রটা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওর মাথা খারাপ করে দেবো।''