Rajesh Lakra: মুখ্যমন্ত্রীর সফরের দিনই তৃণমূল ছাড়লেন দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি

Jan 29, 2024, 21:20 PM IST
1/5

তৃণমূল শ্রমিক সংগঠনে রদবদল। সরিয়ে দেওয়া হল INTTUC এর জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়াকে। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

2/5

নতুন জেলা সভাপতি তপন দে। ঘটনায় ক্ষুব্ধ রাজেশ লাকড়া। তৃনমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

3/5

সন্ধ্যায় জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন রাজেশ লাকড়া। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস  

4/5

ঘটনায় জলপাইগুড়ি জেলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ জানান, এটা রাজ্যের ঘোষণা। সামনেই লোকসভা ভোট দল সিদ্ধান্ত নিয়েই এটা করেছে। তবে এতে জেলায় দল আরো শক্তিশালী হবে বলে ধারণা জেলা সভানেত্রীর। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

5/5

লাকড়া আজ বলেন,  আমরা ভারতের মূলবাসী। আমরা বিদেশ থেকে আসিনি। যারা বাইরে থেকে এসেছে তাদের রিফিউজি পাট্টা দিন। আদিবাসীদের উদ্বাস্তু পাট্টা দিয়ে অপমান করা হচ্ছে। এর জন্য আজ যখন জেলায় মুখ্যমন্ত্রী এসেছেন সেই দিনই আমি ঘোষণা করছি তৃণমূলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস