বিজেপির 'চামচাগিরি' করে পদ্মশ্রী লাভ পাক সেনা আধিকারিকের ছেলে আদনানের, অভিযোগ কংগ্রেসের

Jan 27, 2020, 17:48 PM IST
1/5

বিজেপির চামচাগিরি করেই পদ্মশ্রী পেয়েছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। এবার এমনই অভিযোগ উঠল কংগ্রেসের তরফে 

2/5

কংগ্রেস নেতা জিবেন্দ্র শেরগিল অভিযোগ করেন, ভারতীয় সেনা আধিকারিক মহম্মদ সানাউল্লাকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয় এনআরসিতে। অন্যদিকে, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ করা পাকিস্তানি সেনা কর্মীর ছেলে আদনান সামিকে কেন দেওয়া হল পদ্মশ্রী?

3/5

এরপরই কংগ্রেস মুখপাত্র জিবেন্দ্র শেরগিল অভিযোগ করেন, বর্তমানে নতুন ট্রেন্ড শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। বিজেপির চামচাগিরি করলেই পদ্মশ্রী পাওয়া যাবে 

4/5

পাক বায়ু সেনা আধিকারিকের ছেলে আদনান সামিকে প্রথমে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল, তারপর পদ্মশ্রী সম্মান দেওয়া হল আদনানকে। এর বিরুদ্ধেই জোরাল অবিযোগ করেন কংগ্রেস নেতা 

5/5

যদিও কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে পালটা মুখ খোলেন আদনান সামিও। জিবেন্দ্র শেরগিল একজন আইনজীবী। শিগগিরই তিনি যেন মানসিকভাবে সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়ে পালটা কটাক্ষ করেন আদনান