জমায়েত, পাল্টা মিছিলে টানটান উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন গ্যালারি

Sep 23, 2019, 14:02 PM IST
1/10

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ‘হেনস্থা’র ঘটনার পর তিনদিন কেটে গিয়েছে। তবু অশান্তি পিছু ছাড়ছে না কিছুতেই।

2/10

মিছিল, পাল্টা মিছিলে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয় তথা গোটা শহর। টান টান উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে। 

3/10

একদিকে চলছে বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটে জমায়েত। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ছাত্রছাত্রীরা। যাদবপুরের ছাত্রছাত্রী ছাড়াও রয়েছেন অন্যান্যরাও। বিশ্ববিদ্যালয় রয়েছেন উপাচার্যও। 

4/10

অন্যদিকে বাবুলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নামছেন গেরুয়া শিবিরও। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মিছিল। 

5/10

সোমবার গোলপার্ক থেকে শুরু হবে মিছিল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত৷ তবে ঢাকুরিয়া ব্রিজ শেষ হলেই মিছিল আটকে দেওয়া হবে বলে পুলিস সূত্রের খবর। তার আগেই ঢাকুরিয়া ব্রিজে পুলিস বাহিনী মোতায়েন রয়েছে।

6/10

ইতিমধ্যেই পোস্টারে পোস্টারে ছয়লাপ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। 

7/10

অশান্তি এড়াতে ক্যাম্পাসে পাহারায় অধ্যাপকরা। তাঁরা জানিয়েছেন যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না নয় তারই ব্যবস্থা করা হয়েছে।

8/10

অশান্তি এড়াতে ক্যাম্পাসে পাহারায় অধ্যাপকরা। তাঁরা জানিয়েছেন যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না নয় তারই ব্যবস্থা করা হয়েছে।

9/10

চলছে গানে গানে প্রতিবাদ। উঠছে স্লোগান। শিক্ষা ক্ষেত্রে ফ্যাসিবাদী আঘাতের বিরুদ্ধেই এই জমায়েত বলেই জানাচ্ছেন ছাত্রছাত্রীরা। 

10/10

যাদবপুর ইস্যতে শহরে অশান্তি  বা কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলছে পুলিসি প্রস্তুতি।