Itu Puja Rules 2024: রাত পোহালেই ইতুপুজো, কী খাবেন? কীভাবে ব্রত মানলে সংসারে আসবে শ্রীবৃদ্ধি? জেনেনিন...
Itu Puja Rules 2024: অনেকের ঘরেই পালিত হবে ইতুপুজোর ব্রত। ব্রতীরা এই নিয়ম পালন করলে সংসারে দুঃখ কষ্ট থাকে না।
1/6
অগ্রহায়ণ
2/6
ইতুপুজো
photos
TRENDING NOW
3/6
লোকবিশ্বাস
অন্য দিকে, কৃষির সঙ্গে প্রজনন সমার্থক। লোকবিশ্বাস, সূর্যের আশীর্বাদে নারী সন্তানবতী হন। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পুজো করা হয় বলে একে সূর্যের পুজো বলা হয়। তবে সূর্য উপাসনা বলা হলেও ইতুকে মাতৃকাদেবী রূপেও গণ্য করা হয়। সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী জননী হতে পারবেন না, এই বিশ্বাসে সূর্যকে প্রসন্ন করার লক্ষ্যে এই ইতুপুজো।
4/6
ইতুর ব্রত
5/6
ব্রতপালন
6/6
চাল-কলাইয়ের নৈবেদ্য
photos