‘তোমাদের জন্যই আজ আমরা বেঁচে আছি’

Aug 24, 2018, 11:10 AM IST
1/8

গোটা কেরল জলমগ্ন। বর্ষায় বানভাসি গ্রাম থেকে শহর, জীবন বাঁচাতে মরিয়া লড়াই আম আদমির। মরণ-বাঁচন লড়াইয়ে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার কাজে নেমেছে সেনা জওয়ানরাও। আর তাঁদের এই দিনরাত এক করা লড়াইকে কুর্নিশ জানালেন অশ্বিতা ফ্রান্সিস। 

2/8

গত শনিবার কেরলের আলাপুরা শহর থেকে গর্ভবতী অশ্বিতা ফ্রান্সিসকে উদ্ধার করেছিল বিমান সেনার কর্মীরা। স্পেশ্যাল ফোর্সের কমান্ডার প্রশান্তের নেতৃত্বেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন অশ্বিতা এবং তাঁর সন্তান ডেভিড।     

3/8

নিজের ফেসবুক অ্যাকাউন্টের দেওয়ালে অশ্বিতা লিখেছেন, “৪৮ ঘণ্টার একটানা দুর্যোগ। চারিদিক জল থইথই। শুনতে পাচ্ছিলাম সাহায্যের আর্তনাদ। শেষে শুনতে পেলাম মৃত্যমুখী পশুপাখির বাঁচার জন্য কান্না। কোথাও আলো নেই, খাবার নেই। কেবল প্রার্থনা করছিলাম ভালবাসার মানুষগুলোকে আবার যেন দেখতে পাই”।

4/8

“এমন অবস্থায় দেবদূত হয়ে এলেন বিমান সেনারা। নিজের জীবন বাজি রেখে বাঁচালেন আমাদের জীবন”। 

5/8

“অবশেষে আমাদের সবাইকে আবারও এক করে দিল সেনা জাওয়ানরা”। 

6/8

অশ্বিতা ফ্রান্সিস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি জীবনে কোনওদিন এই মুহূর্ত ভুলতে পারব না। সেনা জওয়ানদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।”

7/8

ওই পোস্টে অশ্বিতা প্রার্থনা জানিয়ে লিখেছেন, “আমি নিশ্চিত, ঈশ্বরের নিজের দেশ আবার মাথা তুলে দাঁড়াবে, আবারও সূর্য উঠবে”।

8/8

সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়ে অশ্বিতা লিখেছেন, “তোমরা ছিলে বলেই আজ আমরা জীবিত এবং নিরাপদ রয়েছি”।