1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
প্রসঙ্গত, এদিন সিউড়িতে লোকসভা নির্বাচনের প্রচারমঞ্চ থেকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না 'অনুগত সৈনিক' মদন মিত্র। বলেন, "আমাকে যে বিস্মৃতির জায়গা থেকে তুলে এনে সামনে রাখলেন, তার জন্য ধন্যবাদ।"
5/7
একদা সহকর্মী ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। সেই আসনে প্রার্থী তিনি। জিজ্ঞাসা করতেই মদন মিত্র বলেন, "যে খায় চিনি, তাঁকে জোগায় চিন্তামণি। জিভ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
6/7
এবার লোকসভা ভোটে বিজেপির কাছে পাখির চোখ বাংলা। পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির ভোটব্যাঙ্ক বেড়েছে, তাতে রাজনৈতিক মহলের মতে এবারের নির্বাচন তৃণমূলের কাছে টাফ ফাইট। আর সেই কারণেই এবারের ভোটে পোড়খাওয়া রাজনীতিকদের উপরই আস্থা রাখছেন তৃণমূল নেত্রী। যদিও মদন মিত্র মনে করেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোও উপর আস্থা রাখতে হয় না। সবাই তাঁর উপর আস্থা রাখে।"
7/7
photos