Omicron Strain: করোনার নয়া প্রজাতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বে! কী কী উপসর্গ থাকছে?

Mar 17, 2022, 14:46 PM IST
1/6

করোনার নয়া প্রজাতি

New Covid-19 variant detected

দক্ষিণ আফ্রিকায় প্রথম যখন ওমিক্রনের হদিশ পাওয়া যায়, সেই সময় বেশিরভাগই মনে করেছিলেম হয়ত তেমন কিছু নয়। কিন্তু সেই ওমিক্রনেই বিশ্বজুড়ে উঠেছিল করোনার তৃতীয় ঢেউ। সেই ধাক্কা কাটিয়ে উঠে ফের যখন স্বাভাবিক হচ্ছে জনজীবন, সেই সময়ই ইজরায়েলে মিলল আরঅ এক প্রজাতির হদিশ।   

2/6

করোনার নয়া প্রজাতি

New Covid-19 variant detected

ইজরায়েল সরকার ইতিমধ্যেই এই স্ট্রেন নিয়ে সতর্ক করেছে।  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। খুব শীঘ্রই তারা এই প্রজাতি নিয়ে বিবৃতি দিতে পারে বলে সূত্রের খবর। 

3/6

করোনার নয়া প্রজাতি

New Covid-19 variant detected

নতুন এই স্ট্রেনটি ওমিক্রনেরই একটি মিউটেটেড প্রজাতি বলে খবর। ওমিক্রনের BA.1 এবং  BA.2 প্রজাতি মিলে এই নয়া স্ট্রেনটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই স্ট্রেনটি বিশ্বের গবেষকদের কাছেও অজানা। 

4/6

করোনার নয়া প্রজাতি

New Covid-19 variant detected

এই প্রজাতিটি ইজরায়েলেই তৈরি হয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে। বিমানবন্দরে দুই যাত্রীর দেহে এই প্রজাতিটি পাওয়া যায়।   

5/6

করোনার নয়া প্রজাতি

New Covid-19 variant detected

কী কী উপসর্গ থাকছে? অল্প জ্বর, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা প্রাথমিক লক্ষণ। এছাড়া কোভিডের যা যা উপসর্গ রয়েছে তার সবকটি এতেও দেখা যাচ্ছে। তবে এই স্ট্রেনের জন্য শরীরে যে কষ্ট দেখা দিচ্ছে তা সাময়িক এবং নিরাময়যোগ্য। এর জন্য বড় কোনও চিকিৎসার প্রয়োজন নেই বলেই জানান হয়েছে।  

6/6

করোনার নয়া প্রজাতি

New Covid-19 variant detected

তবে এর জেরে নতুন কোনও তরঙ্গ সৃষ্টি হতে নাও পারে, এমনটাই বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিন ও দক্ষিণ কোরিয়াতে ফের নতুন করে কোভিড প্রকোপ দেখা দিয়েছে। সেখানেও এই ভাইরাস থেকেই হচ্ছে কি না তা এখনও জানা যায়নি৷