পড়তে পড়তেই ভালবাসা, ১৯৯৫-তে সুতপা শিকদারের সঙ্গে এভাবেই বাঁধা পড়েন ইরফান

Apr 29, 2020, 14:34 PM IST
1/6

মাত্র ৫৪-তেই থেমে গেল বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খানের জীবন। নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াই করেও, শেষ পর্যন্ত থেমে গেল ইরফানের পথ চলা। বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ সিনে মহল। ইরফানের মৃত্যু নিয়ে যখন শোক প্রকাশ করতে শুরু করেছেন একের পর এক সেলেব, সেই সময়ও কিন্তু চুপ প্রয়াত অভিনেতার সব সময়ের সঙ্গী তাঁর স্ত্রী সুতপা শিকদার

2/6

কীভাবে ইরফানের সঙ্গে পরিচয় হয় সুতপার! পাঠান পরিবারের ছেলে ইরফান। পরিবারের লোকজন যখন ব্যবসায় মনোনিবেশ করছেন, সেই সময় অভিনয় নিয়ে মনসংযোগ করেন ইরফান। দিল্লির এনএসডি-তে পড়তে যান। আর সেখানেই পরিচয় হয় সুতপার সঙ্গে 

3/6

পাঠান পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও ইরফান যেমন অভিনয় নিয়ে মনসংযোগ করেন, তেমনি মাছ, মাংস ছেড়ে দিয়ে হয়ে যান নিরামিষাসী। শুধু তাই নয়, এনএসডি-তে পড়ার সময় সুতপার দিকে চোখ পড়লেও, ইরফান ছিলেন বড়ই স্থিতধী। ফলে সুতপাকে ভাল লাগলেও, নিজেদের সম্পর্ক নিয়ে কখনও বেশি প্রকাশ করেননি তাঁরা 

4/6

দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করার পর বলিউডে আসেন ইরফান খান। এরপর নিজের বেশ কিছুটা পরিচিত হওয়ার পর এবং বি টাউনে পাকাপোক্ত জায়গা করে নিয়ে তবেই ১৯৯৫ সালে সুতপা শিকদারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইরফান 

5/6

তবে সুতপার সঙ্গে ইরফানে বিয়েতে ছিল না কোনও জাঁকজমক। আইনি পথে বিয়ে সেরে, নতুন জীবন শুরু করেন ইরফান খান এবং সুতপা শিকদার 

6/6

ইরফানের পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং শুরু করেন সুতপাও। বলিউডের যে কোনও অনুষ্ঠানে খুব বেশি দেখা যেত না তাঁকে। তবে ক্যামেরার আড়ালে স্বামীর সঙ্গে সব সময় অতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সুতপা