দর্শকশূন্য নয়, মাঠে বসে IPL দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা!

Aug 01, 2020, 13:35 PM IST
1/5

করোনা উদ্বেগের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এ বছরের আইপিএল! যদিও বিবিসিআই এখনও কেন্দ্র সরকারের অনুমোদনের অপেক্ষায়।

2/5

দর্শকশূন্য নয়, আইপিএল-এ মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।  

3/5

সংযুক্ত আরব আমিরশাহি সরকার অনুমোদন দিলে এমিরেটস ক্রিকেট বোর্ড ৩০ থেকে ৫০ শতাংশ স্টেডিয়াম দর্শক দিয়ে পূরণ করতে আগ্রহী। এমিরেটস ক্রিকেট বোর্ডের সচিব মুবাসির উসমানি সংবাদসংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন।

4/5

উসমানি আরও জানান, বিসিসিআই-এর কাছ থেকে আইপিএল আয়োজন নিয়ে ভারত সরকারের সবুজ সংকেত পেলেই গোটা বিষয়টা নিয়ে আমরা সরকারের কাছে প্রস্তাব দেব। আমাদের সরকারের অনুমোদনের বিষয়ে আমরা আশাবাদী।

5/5

আগামী ১৯ সেপ্টেম্বর কিংবা ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। তবে ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। ২ অগাস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।