মাস্ক বিলি, দুঃস্থ মেধাবিদের সংবর্ধনা! করোনায় বদলাল ইস্টবেঙ্গলের শতবর্ষের উদযাপনের ধরণ

Aug 01, 2020, 12:39 PM IST
1/5

হতে পারত অনেক কিছুই। কিন্তু করোনা কিছুই করতে দিল না। করোনার আবহে শতবর্ষ উদযাপনের কোনও অনুসঠান নয়!! দলের পতাকাকেই মুখবন্ধনী করে সবার মুখে মুখে ইস্টবেঙ্গল। 

2/5

ব্যারাকপুরে ইস্টবেঙ্গল সদস্য এবং সমর্কথরা  ক্লাবের পতাকা তুলে শতবর্ষ পালন করলেন। করোনা সংক্রমণের জন্য মাঠে ফুটবল খেলে নয়, মঞ্চে দুস্থ মেধাবী ছাত্দের-ছাত্রীদের সংবর্ধনা, আর্থিক সাহায্য এবং করোনা প্রতিরোধে এক হাজার মাস্ক বিলি করে শতবর্ষের উদযাপন হল।

3/5

করোনার আবহে ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে ক্লাবের জার্সির রঙের  মুখবন্ধন বিতরণ ছাড়া শতবর্ষ উদযাপনের আর কোনও পথ এখন নেই। বাংলায় সংক্রমণের হার এখন উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে ভিড় বা জমায়েত করে আনন্দ উত্সবের মেতে ওঠার কোনও সুযোগ নেই।  

4/5

এদিন পথচারিদের মধ্যেও এক হাজার লাল-হলুদ রঙা মাস্ক বিতরণ করলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ক্লাবের শতবর্ষের উদযাপন হল অন্য পথে।

5/5

ইস্টবেঙ্গলে একশো বছরের উত্সব অবশ্য পালন হয়েছিল আগে থেকেই। তবে এদিন সেলিব্রেশন হওয়ারই কথা ছিল। করোনা যেন সব পণ্ড করে দিল।