IPL 2020: নাইটদের হারিয়ে দিল্লিকে ছুঁয়ে ফেলল RCB; প্লে-অফের লড়াইয়ে কোন চার দল, জেনে নিন

Oct 22, 2020, 14:19 PM IST
1/5

বুধবার কেকেআরের বিরুদ্ধে দুরন্ত জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ৮ উইকেটে ম্যাচ জিতে দিল্লিকে ছুঁয়ে ফেলল আরসিবি।

2/5

১০ ম্যাচে ১৪ পয়েন্ট আরসিবি-র। দিল্লির পয়েন্টও ১৪। রান রেটের নিরিখে একে দিল্লি দুয়ে ব্যাঙ্গালোর।

3/5

 প্লে অফের দৌড়ে রয়েছে মুম্বই-কলকাতা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। চার নম্বরে কেকেআর। ১০ ম্যাচে পয়েন্ট ১০।

4/5

১০ ম্যাচ শেষে ৫৪০ রান করে আইপিএলে কমলা টুপির মালিক সেই কিংস ইলেভেন পঞ্জাবের কেএল রাহুল।

5/5

১০ ম্যাচে ২১ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক এখন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা।