IPL 2020: জমজমাট লিগ; বাকি ২টি করে ম্যাচ, প্লে-অফের লড়াইয়ে ৬ দল

Oct 29, 2020, 16:11 PM IST
1/10

আমিরশাহি আইপিএলের ৪৮ টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটি দলই বারোটি করে ম্যাচ খেলে ফেলেছে। হাতে আর মাত্র দুটি করে ম্যাচ। বুধবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে অনেকটাই নিরাপদ অবস্থানে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। এখন হাতে দুটি করে ম্যাচ আর প্লে-অফের লড়াইয়ে ছয় দল।  

2/10

১২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে আট দলের অবস্থান এক নজরে দেখে নেওয়া যাক- মুম্বই ইন্ডিয়ানস ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। কিংস ইলেভেন পঞ্জাব ১২ ম্যাচে ১২ পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্স ১২ ম্যাচে ১২ পয়েন্ট। সানরাইজার্স হায়দরাবাদ ১২ ম্যাচে ১০ পয়েন্ট। রাজস্থান রয়্যালস ১২ ম্যাচে ১০ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচে ৮ পয়েন্ট।  

3/10

মুম্বইয়ের প্লে-অফ প্রায় নিশ্চিত বলা চলে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। ১৪ পয়েন্ট করে রয়েছে ব্যাঙ্গালোর আর দিল্লির। ১২ পয়েন্ট করে পাঞ্জাব আর কলকাতার। ১০ পয়েন্ট করে হায়দরাবাদ আর রাজস্থানের। এই ছয় দলেরই শেষ চারে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। অন্যদিকে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

4/10

কলকাতা নাইট রাইডার্স- ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১২। বাকি দুটি ম্যাচ চেন্নাই আর রাজস্থানের বিরুদ্ধে। দুটি জিতলেই তাদের পয়েন্ট হবে ১৬। যা তাদের প্লে-অফের জন্য যথেষ্ট । কিন্তু সমস্যা হল ৫ দলের পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর সেখানেই সমস্যায় পড়তে পারে কেকেআর।  

5/10

 মুম্বই ইন্ডিয়ানস- ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। মুম্বই ইন্ডিয়ানসের শেষ দুটি ম্যাচ দিল্লি আর হায়দরাবাদের বিরুদ্ধে। রান রেটও বেশ ভালো। শেষ দুটি ম্যাচ হেরে গেলেও প্লে-অফে খেলা নিয়ে খুব একটা ভাবতে হবেনা তাদের।  

6/10

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ১২ ম্যাচে ১৪ পয়েন্ট আরসিবি-র। বাকি ম্যাচ হায়দরাবাদ আর দিল্লির বিরুদ্ধে। শেষ দুটি ম্যাচের একটি জিতলেই প্লে-অফ প্রায় নিশ্চিত বলা চলে তাদের। তবে দুটি ম্যাচ হারলেই অন্য দলের সঙ্গে রান রেটের তুলনায় আসবে। তবেই নির্ভর করবে প্লে-অফে খেলা।  

7/10

দিল্লি ক্যাপিটালস- লিগ টেবিলে তিন নম্বরে। শেষ দুই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ। সামনে মুম্বই আর ব্যাঙ্গালোর। এই দুটি ম্যাচের দুটিতে জিতলেই কোন সমীকরণ ছাড়াই প্লে-অফে চলে যাবে দিল্লি। একটি জিতলেও প্রায় নিশ্চিত প্লে-অফ। আর দুটি ম্যাচই বড় ব্যবধানে হারলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা দিল্লির।  

8/10

কিংস ইলেভেন পঞ্জাব- শুরুতে ধাক্কা খেলেও টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে প্রীতির দল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শেষ দুটি ম্যাচ রাজস্থান আর চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলে সরাসরি প্লে-অফে খেলার সুযোগ থাকছে তাদের সামনে।  

9/10

সানরাইজার্স হায়দরাবাদ- কঠিন চ্যালেঞ্জ হায়দরাবাদের সামনে। ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট তাদের। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ ব্যাঙ্গালোর আর মুম্বই। জিততেই হবে তাদের। পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকেও নজর রাখতে হবে। সে ক্ষেত্রে অন্য ম্যাচের ফল তাদের অনুকূলে এলে প্লে-অফে যাবার ক্ষীণ সম্ভাবনা থাকছে তাদেরও।  

10/10

রাজস্থান রয়্যালস- প্লে-অফে দৌড়ে থাকা দলগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রাজস্থান। তাদের পয়েন্ট ১০। রান রেটও বেশ কম। রাজস্থানের শেষ দুটি ম্যাচ পাঞ্জাব আর কলকাতার বিরুদ্ধে। প্লে-অফের লড়াইয়ে এই দুটি দলও রয়েছে। তাই একটি ম্যাচ হারলেই শেষ চারের দৌড় থেকে ছিটকে যেতে হবে রাজস্থানকে।