রায়নার পরিবর্তে মালানকে দলে নিচ্ছে চেন্নাই! স্পষ্ট করলেন CSK-সিইও

Sep 11, 2020, 19:06 PM IST
1/5

ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস দলের অন্যতম বড় ভরসা সুরেশ রায়না।  ইতিমধ্যেই দুবাই ছেড়ে দেশে ফিরে এসেছেন তিনি।  

2/5

সুরেশ রায়নার পরিবর্তে কাকে নেওয়া হবে তা এখনও নিশ্চিত করে জানায়নি চেন্নাই সুপার কিংস। অনেকে আবার বলছেন, ফের দুবাইয়ের ফিরে গিয়ে চেন্নাই শিবিরে যোগ দিতে পারেন রায়না। তাই জল্পনা থাকছেই।  

3/5

এদিকে শোনা যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সম্প্রতি আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। রায়নার পরিবর্তে ডেভিড মালানকে দলে নিতে চলেছে চেন্নাই সুপার কিংস।  

4/5

এদিকে ডেভিড মালানকে দলে নেওয়ার গুজব উড়িয়ে দিয়েছেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন। তাঁর বক্তব্য, এটা তাঁর কাছে একটা খবর মাত্র! কারণ দলের বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণ হয়ে গিয়েছে, তাই স্কোয়াডে আরও একজন বিদেশি ক্রিকেটারকে কী ভাবে নেওয়া হবে তা তাঁর জানা নেই।  

5/5

সুরেশ রায়নার মতোই আর এক ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। তিনি অবশ্য চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে দুবাই উড়ে যাননি।