কে বেশি দামি?

May 29, 2018, 14:57 PM IST
1/11

আইপিএলের সব থেকে দামি কোচ বেঙ্গালুরুর ড্যানিয়েল ভেত্তোরি। টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী প্রাক্তন এই কিউই কিংবদন্তীর সঙ্গে প্রায় ৪ কোটি টাকার উপরে চুক্তি করেছিল বিরাটের দল।

2/11

আইপিএল জয়ী কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে ৩.২ কোটি টাকার চুক্তি সাক্ষর করেছিল চেন্নাই। 

3/11

কোচ টম মুডি এবং মেন্টর ভিভিএস লক্ষ্মণের সঙ্গে আনুমানিক ২ কোটি টাকার চুক্তি করেছিল হায়দরাবাদ।

4/11

এই মরসুমের আইপিএলে তিন নম্বর হওয়া কলকাতার কোচ জ্যাক কালিসের সঙ্গে ২.৫ কোটি টাকার চুক্তি করেছিলেন শাহরুখ-জুহিরা।

5/11

অজি কিংবদন্তী শেন ওয়ার্নের সঙ্গে ২.৭ কোটি টাকার চুক্তি হয়েছিল রাহানের রাজস্থানের। 

6/11

তিনবার আইপিএল জয়ী মুম্বইয়ের সঙ্গে ২.২৫ কোটি টাকার চুক্তি করেছিল শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার মহেলা জয়াবর্ধবনে। 

7/11

প্রীতির পঞ্জাব বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ৩ কোটির চুক্তি করেছিল।

8/11

আইপিএলে সবার শেষে থাকা দল দিল্লির সঙ্গে রেকর্ড অঙ্কের টাকার চুক্তি হয়েছিল অজি কিংবদন্তী রিকি পন্টিংয়ের। দিল্লি ফ্রেঞ্চাইজির সঙ্গে ৩.৭ কোটি টাকার চুক্তি হয়েছিল তাঁর।

9/11

বিরাটদের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে থাকার জন্য বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন নিয়েছিলেন ১.৫ কোটি।

10/11

রোহিতদের বোলিং কোচের দায়িত্ব নির্বাহ করতে মালিঙ্গার সঙ্গে মুম্বইয়ের চুক্তি হয় ১.৫ কোটি টাকার।

11/11

টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী বেঙ্গালুরুর সঙ্গে ৪ কোটি টাকার চুক্তি হয়েছিল নেহরার।