Hiroshima Day: ভয়াবহ সেই ধ্বংসলীলা স্মরণ করে আজও আতঙ্কিত হয়ে ওঠে বিশ্ব
Hiroshima Day: পৃথিবীর ইতিহাসে বহুবার জেনোসাইডের ঘটনা ঘটেছে। এর মধ্যে হিরোশিমার ঘটনা সম্ভবত সব চেয়ে ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে তা এতই আকস্মিক ও ভীতিপ্রদ যে, সারা পৃথিবীতে এ নিয়ে বিপুল আলোচনা হয়েছে। পৃথিবীর ইতিহাস থেকে এর কালো দাগ কখনও মুছে যায়নি। সেই ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের ভয়ানক প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে হয়েছিল জাপানের পরবর্তী কয়েক প্রজন্মকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর ইতিহাসে বহুবার জেনোসাইডের ঘটনা ঘটেছে। এর মধ্যে হিরোশিমার ঘটনা সম্ভবত সব চেয়ে ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে তা এতই আকস্মিক ও ভীতিপ্রদ যে, সারা পৃথিবীতে এ নিয়ে বিপুল আলোচনা হয়েছে। পৃথিবীর ইতিহাস থেকে এর কালো দাগ কখনও মুছে যায়নি। সেই ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের ভয়ানক প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে হয়েছিল জাপানের পরবর্তী কয়েক প্রজন্মকে। যেসব মানুষ ওই ভয়ংকর আক্রমণের বলি হয়েছিলেন, প্রতি বছর ৬ অগস্ট তাঁদের স্মৃতি তর্পণ করা হয়। এ বছরও এদিন সেই স্মরণানুষ্ঠান যথারীতি আয়োজিত হবে। ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্স বা আইএইচআরএ এই শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করে। এই শ্রদ্ধার মধ্যে দিয়ে অতীতের নিহতদের প্রতি যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তেমনই আগামীদিনেও যাতে এ ধরনের ভয়াবহ কোনও ঘটনা না ঘটে সেই প্রার্থনা করা হয়।