রাজ্যের কৃষি প্রকল্প নকল করেছেন মোদী, অভিযোগ মমতার
Feb 01, 2019, 17:19 PM IST
1/6
মোদী সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের প্রকল্প নকল করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''রাজনৈতিক দেউলিয়া হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। ৪ বছরে কৃষকদের জন্য কিছুই করেনি ওরা''।
2/6
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সরকারের কাছে মেরেকেটে একমাস সময় আছে। এটা বাস্তবায়ন হবে না। একবছরের বাজেট পেশ করার নৈতিক অধিকার নেই সরকারের। মেয়াদ উত্তীর্ণ ওষুধের কোনও মূল্য নেই''।
photos
TRENDING NOW
3/6
প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় ২ হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিবছর ৬০০০ টাকা করে দেবে সরকার। তিনটি কিস্তিতে এই টাকা পাঠানো হবে। এই প্রকল্পটি বাংলার দেখে মোদী সরকার নকল করেছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4/6
মমতা দাবি করেন, কৃষকদের জন্য গত পাঁচবছরে কিছুই করেনি মোদী সরকার। বাংলায় কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছে। এক একরের কম জমির মালিকদের বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে।
5/6
কৃষকদের নামে মোদী সরকার প্রতারণা করছে বলেও দাবি করেন মমতা। তাঁর কথায়, ''আমরা স্বাস্থ্যসাথী দিচ্ছি। অথচ ওরা ছবি দিয়ে প্রচার করছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্য সরকারও টাকা দেয়। অথচ ওরা প্রচার চালাচ্ছে। শস্য বিমা প্রকল্পেও আমরা কেন্দ্রীয় অনুদান নিচ্ছি না''।
6/6
এত টাকা কোথা থেকে আসবে, সেনিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তবে প্রকল্প রূপায়ন হলে খুশি হবেন তিনি।