1/5
2/5
photos
TRENDING NOW
3/5
স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় জানান, গত কয়েকদিন ধরে আমাদের এখানে এসেছে এই পাখিটি। বিভিন্ন পুকুরে ঘুরে ঘুরে মাছ খাচ্ছিল। এই ধরনের পাখি আমরা আগে দেখিনি। এর পা অনেকটা হাসের মতো। স্থানীয় বাসিন্দা বসন্ত রায় বলেন, বুধবার সকাল থেকে আমাদের বাড়ির পুকুরে আসে। মাছ খাচ্ছিল। কিন্তু উড়তে পারছিলো না। তার শারিরীক অবস্থা দেখে আমি বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেই। তারা সন্ধে নাগাদ এসে উদ্ধার করে নিয়ে গেল।
4/5
5/5
আমাদের প্রাথমিক ধারণা এই পাখিটি সেখানেই যাচ্ছিল। কোনওভাবে জখম হয়ে এখানে পড়ে যায়। পাখি প্রেমী ও পরিবেশ কর্মী সূত্রে জানা গিয়েছে চলতি বছরে শীতকালে যেই সমস্ত পরিযায়ী পাখিরা উত্তরবঙ্গের দিকে আসে তাদের একটি অংশ ইতিমধ্যেই আসা শুরু করেছে। পাখি বিশেষজ্ঞরা এই পাখিটিকে বলছে ফাস্ট উইন্টার পালাস গাল প্রজাতির পাখি।
photos