Jasprit Bumrah | India vs Australia: অজিভূমে রেকর্ড ভাঙার খেলা, বুমরার হাত ধরেই ভারতের ইতিহাস! রইল সব পরিসংখ্যান...

India’s Test win in Perth In  stats and numbers: অস্ট্রেলিয়ায় জসপ্রীত বুমরার হাত ধরে লেখা হল ইতিহাস। ভাঙা হল একের পর এক রেকর্ড...  

Nov 25, 2024, 15:24 PM IST
1/8

অধিনায়ক বুমরার কামাল

Jasprit Bumrah As Captain

রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ফলে টেস্টের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল পারথ টেস্টের দায়িত্ব। ২০২২ সালে প্রথমবার ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন বুমরা। সাত উইকেটে ইংরেজরা বার্মিংহামে হারিয়ে ছিল ভারতকে। অধিনায়ক হিসেবে অভিষেকেই বুমরার সঙ্গী হয়েছিল হার। আর এবার মাইলস্টোন। ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল। অজিভূমে চলল রেকর্ড ভাঙার খেলা।  বুমরার হাত ধরেই ভারতের ইতিহাস! স্লাইড সরিয়ে দেখে নিন সব পরিসংখ্যান

2/8

ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ড

India recorded their biggest win

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাস লিখল ভারত। রানের বিচারে সেদেশে এটাই ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এপ আগে ১৯৭৭ সালের ডিসেম্বরে ভারত ২২২ রানে জিতেছিল আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।   

3/8

ভারতের তৃতীয় বৃহত্তম জয়ের রেকর্ড

 India recorded their third-biggest win

বিদেশের মাটিতে রানের বিচারে এটাই ভারতের তৃতীয় সর্বাধিক বড় জয়ের রেকর্ড। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৩১৮ রানে জিতেছিল। যা আজও সবার উপরে। দুয়ে থাকবে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানের জয়।  

4/8

বিশ্বের প্রথম দল হিসেবে রেকর্ড

 India became the first team

পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারানো প্রথম দল হিসেবে নাম লেখাল ভারত। এর আগে অস্ট্রেলিয়ার ৪-০ জয়ের রেকর্ড ছিল, পাকিস্তান (২০২৩ সালে ৩৬০ রান), ভারত (২০১৮ সালে ১৪৬ রানে), নিউ জিল্যান্ড (২০১৯ সালে ২৯৬ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (২০২২ সালে ১৬৪ রানে) সব ম্যাচ জিতেছিল। বুমরা প্রথম সফরকারী অধিনায়ক হিসেবে এই ভেন্যুতে টেস্ট জিতলেন।  

5/8

চতুর্থ সফরকারী দল হিসেবে ভারতের রেকর্ড

India became the fourth visiting team

ভারত চতুর্থ সফরকারী দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ১০ বা তার বেশি টেস্ট ম্যাচ জিতল । ইংল্যান্ড (৫৭), ওয়েস্ট ইন্ডিজ (১৯), এবং দক্ষিণ আফ্রিকার (১০) এই রেকর্ড রয়েছে।  

6/8

জসপ্রীত বুমরার নজির

Jasprit Bumrah became the seventh Indian captain

বুমরা এখন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা সপ্তম ভারতীয় অধিনায়ক হলেন। অতীতে এই রেকর্ড রয়েছে অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুনীল গাভাসকর, বিষেণ সিং বেদী, সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং অনিল কুম্বলের।  

7/8

এশিয়ার অধিনায়ক হিসেবে রেকর্ড

Jasprit Bumrah second Asian captain

বুমরা পারথে টেস্ট ম্যাচ জয়ী দ্বিতীয় এশিয়ান অধিনায়কও হলেন (WACA এবং Optus মিলিয়ে)। এর আগে অনিল কুম্বলে ২০০৮ সালে জয়ের স্বাদ পেয়েছিলেন।  

8/8

বুমরা দ্বিতীয় ভারতীয় বোলার

Jasprit Bumrah second Indian bowler

বুমরা দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় একাধিকবার টেস্টে ৮ বা তার বেশি উইকেট নিলেন। তিনি ২০১৮ সালের পর ২০২৪ সালে এই নজির গড়লেন। কপিল দেব ১৯৮৫ ও ১৯৯২ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।