ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা প্রকাশ, সম্পত্তির পরিমাণ দেখে তাজ্জব বনলেন নেটিজেনরা

Oct 07, 2021, 14:26 PM IST
1/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

২০২১-এ ভারতের ধনকুবেরদের তালিকা প্রকাশ করল ফোর্বস।  করোনাকাল, লকডাউন কোনও কিছুর প্রভাব পড়েনি এই ব্যবসায়ীদের সম্পত্তিতে৷ বরং প্রকাশিত পরিসংখ্যান থেকে স্পষ্ট যে ভারতীয়দের সামগ্রিক সম্পত্তির পরিমাণের প্রায় ৫০ শতাংশ শ্রীবৃদ্ধি ঘটেছে এই সময়কালে। টানা ১৪ বছর ধরে শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। এরপরই রয়েছেন গৌতম আদানি। তবে তাক লাগিয়ে ফের বিলিয়নিয়ার্স টিমের প্রথম দশে ঢুকলেন সাবিত্রী জিন্দল।

2/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

এরপর BYJU's সংস্থার দিব্যা গোকুলনাথ রয়েছেন ধনকুবের তালিকায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি ৫ লক্ষ।

3/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

বায়োকনের কিরণ মজুমদার শ' এর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি ৯০ লক্ষ৷ 

4/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

ইউএসভি'র লীনা তিওয়ারির মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি ৪০ লক্ষ টাকা। ভারতের সেরা ধনীদের মধ্যে বিলিয়নিয়ার্সদের তালিকায় রয়েছেন তিনিও।

5/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

দেশের ধনী মহিলাদের মধ্যে এরপরই রয়েছেন হ্যাভেলস ইন্ডিয়ার বিনোদ রাই গুপ্ত। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭০ কোটি ৫০ লক্ষ৷   

6/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাবিত্রী জিন্দলের মোট সম্পত্তির পরিমাণ ১৮০ কোটি। 

7/7

ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা

India's richest women in 2021

TAFE লিমিটেডের মল্লিকা শ্রীনিবাসন যার মোট সম্পদ ২.৮৯ বিলিয়ন।