Indian Railways: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! এসি-তে ২৫ শতাংশ ছাড়, ছবিতে দেখে নিন যাবতীয় তথ্য

শনিবার অর্থাৎ ৮ জুলাই ভারতীয় রেলের তরফ থেকে সাধারণ মানুষদের জন্য এমন দারুণ খবরের বিবৃতি দেওয়া হল। আবাসনের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে রেল মন্ত্রক রেল জোনের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকদের এসি সিটিং সহ ট্রেনগুলিতে ছাড়ের ভাড়া স্কিম চালু করার ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

| Jul 08, 2023, 15:51 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীর থেকে কন্যাকুমারি। গোটা দেশের ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। বন্দে ভারত-সহ সমস্ত ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৫ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ভাড়াগুলি পরিবহনের পদ্ধতি ও দুরত্বের উপরও নির্ভর করবে। শনিবার অর্থাৎ ৮ জুলাই ভারতীয় রেলের তরফ থেকে সাধারণ মানুষদের জন্য এমন দারুণ খবরের বিবৃতি দেওয়া হল। আবাসনের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে রেল মন্ত্রক রেল জোনের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকদের এসি সিটিং সহ ট্রেনগুলিতে ছাড়ের ভাড়া স্কিম চালু করার ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

1/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

মূল ভাড়ার উপর সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে।  

2/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

প্রযোজ্য অন্যান্য চার্জ আলাদা ভাবে আদায় করা হবে।   

3/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

গত ৩০ দিনের মধ্যে ৫০% এর কম যাত্রী (শেষ থেকে শেষ বা কিছু নির্দিষ্ট পা / বিভাগে) সহ ক্লাস নেওয়া ট্রেনগুলি বিবেচনায় নেওয়া হবে।  

4/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

ভাড়ার ছাড় অবিলম্বে কার্যকর করা হবে।  

5/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

ইতমধ্যেই টিকিট কেটে ফেলা যাত্রীদের জন্য কোনও ভাড়া ফেরতযোগ্য বলে ধার্য করা যাবে না।   

6/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

যে সব ট্রেনে ফ্লেক্সি ভাড়া স্কিম কোনও নির্দিষ্ট শ্রেণিতে প্রযোজ্য এবং যাত্রী সংখ্যা কম, সেক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়ানোর ব্যবস্থা হিসাবে ফ্লেক্সি ভাড়া স্কিম প্রাথমিকভাবে প্রত্যাহার করা যেতে পারে।

7/7

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর!

Indian Railways to slash prices

ভারতীয় রেলের এই প্রকল্প হলিডে কিংস ফেস্টিভাল স্পেশ্যাল ইত্যাদি হিসাবে চালু করা বিশেষ ট্রেনগুলিতে প্রযোজ্য হবে না।