WB Panchayat Election 2023: ভোটের বাংলায় রক্তস্নান, সন্ত্রাসের খন্ডচিত্র...

WB Panchayat Election 2023: শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে পঞ্চায়েতের ভোটগ্রহণ পর্ব শুরু। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। মনোনয় পর্ব দাখিলের প্রথম দিন-ই রক্ত ঝরেছিল বাংলায়। ভোট পূর্ববর্তী হিংসাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। এদিন ভোট শুরু হতেই ফের হিংসা জায়গায় জায়গায়।

| Jul 08, 2023, 17:16 PM IST
1/12

সন্ত্রাসের খন্ডচিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে থাকবে অন্তত অন্তত চারজন করে জওয়ান। তবে ভোট শুরু হতেই জেলায় জেলায় অশান্তি শুরু। ভোটের আগের রাতেই খুন হয় দিনহাটায়।    

2/12

সন্ত্রাসের খন্ডচিত্র

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে।    

3/12

সন্ত্রাসের খন্ডচিত্র

শুক্রবার মধ্যরাত থেকে দুপুর ২ টো পর্যন্ত, ভোটের দিনেও রাজ্য জুড়ে রক্তগঙ্গা। মৃত্যু মিছিল। ভোট সন্ত্রাসের বলি ১৪। মুর্শিদাবাদেই পাঁচ জনের মৃত্যু। কোচবিহারে নিহত তিন। পূর্ব বর্ধমানে দুই। মালদায় ২, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, নদিয়ার চাপড়তেও খুন।  

4/12

সন্ত্রাসের খন্ডচিত্র

বুথে বুথে টার্গেট ব্যালট বাক্স। জ্যাংড়ায় বুথের বাইরে ব্যালট বাক্স ছুড়ে ফেললেন মহিলারা। আরামবাগে পুকুরে ভাসছে ব্যালট বাক্স। সামশেরগঞ্জ, ময়ূরেশ্বরেও বাক্স লুঠ করে ফেলা হল জলে।  

5/12

মুর্শিদাবাদের নওদায় খুন কংগ্রেস কর্মী। বুথের সামনে মারধর করা হয় কংগ্রেস কর্মী রমজান শেখকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। কংগ্রেসের অভিযোগ বুথে আসার সময় মারধর করা হয় রমজান শেখকে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে খুন তৃণমূল কংগ্রেস কর্মী। 

6/12

সন্ত্রাসের খন্ডচিত্র

ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস। জেলায় জেলায় সংঘর্ষ, গুলি, বোমাবাজি। হতাহতের তালিকায় কোথাও শাসক, কোথাও বিরোধী। আহত বহু। রাজনৈতিক সংঘর্ষে জ্বলছে গোটা বাংলা।কোচবিহারের মাথাভাঙায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি। বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে দৌড়। তৃণমূল-বিজেপি সংঘর্ষ মেখলিগঞ্জেও।     

7/12

সন্ত্রাসের খন্ডচিত্র

ভোটের দিন সন্ত্রাসের ভরকেন্দ্র মুর্শিদাবাদ। জেলা জুড়ে খুন পাঁচ জন। সন্ত্রাসের শিকার শাসক-বিরোধী সব পক্ষ। রেজিনগর, খড়গ্রামে খুন তৃণমূল কর্মী। লালগোলায় সিপিএম, নওদায় কংগ্রেস কর্মী খুন।  

8/12

সন্ত্রাসের খন্ডচিত্র

হাতে ধারাল অস্ত্র। ব্যাগে বোমা। মুর্শিদাবাদের রানিনগরে প্রকাশ্যেই সন্ত্রাস। মুড়ি মুড়কির মতো ছোড়া হচ্ছে বোমা। পিস্তল উঁচিয়ে তাড়া পুলিসের। অন্য বুথে চলল গুলি। ভোটারদের বাধা।    

9/12

সন্ত্রাসের খন্ডচিত্র

দিকে দিকে দুষ্কৃতী তাণ্ডব। সন্ত্রাসের মুখে অসহায় ভোটকর্মী। ময়ূরেশ্বর, গড়বেতা, দিনহাটায় কাঁদছেন প্রিসাইডিং অফিসার। আমাদের বাঁচান। সুকান্তর মজুমদারের কাছে কাতর আর্জি রাজ্য পুলিসের কর্মীর।  

10/12

সন্ত্রাসের খন্ডচিত্র

তৃণমূল-নির্দল সংঘর্ষে রণক্ষেত্র ব্যারাকপুর। মোহনপুরে নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি। প্রকাশ্যে পিস্তল উচিয়ে হুমকি, শাসানি। নিয়ন্ত্রণে আনতে বেধড়ক মার পুলিসের।  

11/12

সন্ত্রাসের খন্ডচিত্র

ভোট ঘিরে রণক্ষেত্র কোচবিহার। দুজন খুন। দিনহাটায় গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী। শীতলকুচিতে বুথের ভিতর গুলি। দিনহাটায় ব্যালটে আগুন। সিতাইয়েও পুড়ল ব্যালট। প্রাণভয়ে পালালেন ভোটকর্মীরা।  

12/12

সন্ত্রাসের খন্ডচিত্র

বসিরহাট মহকুমা জুড়ে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ। ছাপ্পা ভোট, বুথ দখল এবং প্রার্থী সহ বিজেপি কর্মীদের অপহরণ করার অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ (চাকুলিয়া)-র বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা ১০ নম্বর বুথে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে খুন তৃণমূলের বিদায়ী প্রধানের স্বামী।