Indian Railways: দূরপাল্লার ট্রেনেই এবার ক্যাটারিং, মিলবে টাটকা গরম খাবার (Full List)

Nov 24, 2021, 17:36 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : সুখবর, চাইলেই এবার হাতে-হাতে মিলবে রান্না করা টাটকা 'গরমা গরম' খাবার। দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনে যাত্রীদের জন্য খুব শিগগিরই শুরু হচ্ছে ক্যাটারিং পরিষেবা।

2/5

ভারতীয় রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস ও গতিমান এক্সপ্রেসের মত প্রিমিয়াম ট্রেনগুলিতে এই পরিষেবা শুরু হতে চলেছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে।

3/5

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জোনাল রেলওয়ে এই ক্যাটারিং পরিষেবায় কোন খাবারের কী দাম হবে, তা স্থির করবে। যাত্রীরা অনলাইনে টিকিট বুক করার সময়ই এই ক্যাটারিং পরিষেবার মাধ্যমে 'মিল' বুক করতে পারবেন। আবার সফর শুরুর সময় থেকে যাত্রাকালের মধ্যে যেকোনও সময়ও খাবার কিনতে পারবেন।  

4/5

এখন ইতিমধ্যেই যেসমস্ত যাত্রীরা টিকিট কেটে ফেলেছেন, তাঁরাও এই পরিষেবা পাবেন। SMS-এর মাধ্যমে তাঁদের আলাদা করে আগাম জানানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

5/5

যেসব যাত্রীরা ই-টিকিট কেটেছেন বা কাটবেন, তাঁরা যেমন এই ক্যাটারিং পরিষেবার সুবিধা পাবেন। তেমনই যাঁরা কাউন্টার থেকে টিকিট কেটেছেন বা কাটবেন, তাঁরাও পাবেন।