Indian Railway Online Ticket Booking: টিকিট বুকিং নিয়মে বড় ঘোষণা রেলের, লাভবান হবেন যাত্রীরা
Jun 06, 2022, 18:05 PM IST
1/6
যাত্রীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railway)। টিকিট কাটার নিয়মে বড়সড় বদল ঘটাল মন্ত্রক।
2/6
এক ধাক্কায় বড় সিদ্ধান্ত
এক ধাক্কায় অনেকটা বাড়ানো হল, মাসিক সর্বোচ্চ টিকিট কাটার সংখ্যা। এই সিদ্ধান্তে যাত্রীরা ব্যাপক লাভবান হবেন বলেই মনে করছে রেল মন্ত্রক (Indian Railway)।
photos
TRENDING NOW
3/6
কী এই নয়া নিয়ম?
জানা গিয়েছে, রেল মন্ত্রকের নয়া নিয়মানুযায়ী, একসঙ্গে অনেকে ঘুরতে গেলে আর টিকিট নিয়ে সমস্যায় পড়তে হবে না।
4/6
১২-এর বদলে ২৪
কারণ, যদি আপনার ইউজার আইডির সঙ্গে আধারের লিঙ্ক থাকে, তবে এবার ওই ইউজার আইডি'র সাহায্যে IRCTC-র অ্য়াপ বা ওয়েবসাইট থেকে একমাসে সর্বাধিক ২৪টি টিকিট কাটা যাবে। আগে সেই সংখ্যাটা ছিল ১২। এখানেই শেষ নয়, আরও চমক রয়েছে।
5/6
আগে সর্বাধিক ৬টি টিকিট কাটা যেত।
জানা গিয়েছে, আগে ইউজার আইডি'র সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে IRCTC-র অ্য়াপ বা ওয়েবসাইট থেকে সর্বাধিক ৬টি টিকিট কাটা যেত।