কবে থেকে চলবে রাজধানী-শতাব্দী-তেজসের মতো প্রিমিয়াম ট্রেন, জেনে নিন

Oct 15, 2020, 17:14 PM IST
1/5

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্য়েই ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। উত্সবের সময়ে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চালানো হবে ৩৯২টি স্পেশাল ট্রেন।  একইভাবে রাজধানী, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনও চালানো শুরু হবে ধীরে ধীরে। কিন্তু কবে থেকে?

2/5

সূত্রের খবর, রেলমন্ত্রক চাইছে আগে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হোক। তারপরে চালানো হবে এক্সপ্রেস ট্রেন। নভেম্বর মাস থেকেই রাজধানী, শতাব্দী, হামসফর, তেজসের মতো ট্রেন চালানোর কথা ভাবছে রেল।

3/5

উল্লেখ্য, যাত্রী সুবিধার্থে বর্তমানে ৬৮২টি স্পেশাল ট্রেন ও ২০টি ক্লোন ট্রেন চালাচ্ছে রেল। উত্সবের সময়ে চলবে ৩৯২টি স্পেশাল ট্রেন।

4/5

রেলমন্ত্রক সূত্রে খবর, নভেম্বরে দেশে করোনা সংক্রমণের চিত্র খতিয়ে দেখবে কেন্দ্র। তারপরে মেল বা এক্সপ্রেস ট্রেন চালানোর ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

5/5

টানা বন্ধের ফলে বিপুল টাকা ক্ষতি হয়েছে রেল ও আইআরসিটিসির। যাত্রী পরিবহনের দিক থেকে ভাবলে আগামী বছর জানুয়ারির মধ্যে স্বাভাবিক যাত্রী চলাচল শুরু করার কথা ভাবছে রেল মন্ত্রক।