ভারতের যুদ্ধবিমানের তাড়া খেয়ে পালাল পাকিস্তানি এফ-১৬

Apr 01, 2019, 20:53 PM IST
1/6

আরও একবার ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টায় বিফল পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান। ভারতের  সুখোই-এমকেআই ও মিরাজ যুদ্ধবিমান।   

2/6

সোমবার ভোরে পঞ্জাবের খেমখারান সেক্টরে একটি পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে সেনা। সঙ্গে সঙ্গে পাঠানো হয়  সুখোই এমকেআই ও মিরাজ যুদ্ধবিমান।       

3/6

ভারতীয় যুদ্ধবিমান দেখে উড়ে আসে চারটি পাক এফ-১৬। কিন্তু এঁটে উঠতে পারেনি পাকিস্তান। ভয়ে পিঠটান দেয় পাক এফ-১৬ যুদ্ধবিমান।   

4/6

পুলওয়ামার পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত।  গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মীরে ভারতীয় সেনাছাউনি ধ্বংস করতে ঢুকে পড়েছিল পাকিস্তানি যুদ্ধবিমান। কিন্তু ভারতের পাল্টা জবাবে পালায় তারা।    

5/6

এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তবে তাঁর বিমানটি ভেঙে পড়েছিল পাক অধিকৃত কাশ্মীরে। পাক সেনা তাঁকে পাকড়াও করলেও ৬০ ঘণ্টার মধ্যে দেশে ফিরে আসেন অভিনন্দন বর্তমান। 

6/6

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তারপর পাকিস্তানের আকাশে বন্ধ হয়ে যায় উড়ান চলাচল।