আইপিএলে ভারতীয়দের নজির

May 28, 2018, 18:35 PM IST
1/10

ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসে একমাত্র উইকেট কিপার যিনি একশোর উপর বাউন্ডারি হাঁকিয়েছেন।

2/10

বাসিল থাম্পি। আইপিএলের ইতিহাসে ৪ ওভারে সর্বোচ্চ ৭০ রান দেওয়ার বিরলতম নজির স্থাপন করেছেন হায়দরাবাদের এই বোলার।

3/10

অভিষেক শর্মা। দিল্লির এই ১৭ বছরের ব্যাটসম্যান বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯ বলে করেছিলেন ৪৯। আইপিএলে ১৭ বছরের কোনও ক্রিকেটারের এটাই সর্বোচ্চ স্কোর।

4/10

আইপিএলে এই নিয়ে ৫ বার ৫০০-রানের উপর রান করলেন বিরাট কোহলি 

5/10

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০-এর উপরে ছয় মারার রেকর্ড করেছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

6/10

‘আনক্যাপড’ ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী হলেন একমাত্র ভারতীয় বোলার অঙ্কিত রাজপুত। (৪ ওভার- ১৪ রান- ৫ উইকেট) 

7/10

আইপিএলে সর্বাধিক ৫৪টি অর্ধশতরানের রেকর্ড করলেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। ভাঙলেন গৌতম গম্ভীরের (৫৩) রেকর্ড।

8/10

একই ম্যাচে ২ দলের অধিনায়ক ৯০-এর উপর রান করেছেন। বিরাট কোহলি (বেঙ্গালুরু) ৯২*। রোহিত শর্মা ৯৪। 

9/10

আইপিএলে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের নজির করলেন ঋষভ পন্থ। (১২৮*)

10/10

আইপিএলে দ্রুততম অর্ধশতরান লোকেশ রাহুলের। দিল্লির বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করে আইপিএলে সর্বকালের নজির গড়েন কে এল রাহুল।