দুনিয়ার অধিকাংশ দেশের অর্থনীতির ওপরেই প্রবল আঘাত হেনেছে করোনা সংক্রমণের প্রভাব। তবে ভারতের ক্ষেত্রে তা হবে বেশ খারাপ।
2/6
মঙ্গলবার 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' রিপোর্ট প্রকাশ করেছে আইএমএফ। সেখানে বলা হয়েছে ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধি সংকুচিত হবে ১০.৩ শতাংশ। তবে ২০২১ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৮.৮ শতাংশ হারে।
photos
TRENDING NOW
3/6
এর প্রভাবটা কেমন? IMF এর রিপোর্ট বলা হয়েছে ভারতের আর্থিক বৃদ্ধি এতটাই ধাক্কা খাবে যে ২০২০ সালে ভারতের মাথাপিছু জিডিপি নেমে যাবে বাংলাদেশেরও নীচে। এবছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ১,৮৮৮ ডলার। সেখানে ভারতের মাথাপিছু জিডিপি দাঁড়াবে ১,৮৭৭ ডলারে।
4/6
করোনার ধাক্কায় ভারতের মাথাপিছু জিডিপি হবে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপেরও নীচে। ভারতের পেছনে থাকবে পাকিস্তান ও নেপালের মতো দেশ।
5/6
উল্লেখ্য, অতিমারীর প্রকোপে ২০২০ সালে গোটা দুনিয়ারই আর্থিক বৃদ্ধি ৪.৪ শতাংশ কমবে বলে মনে করছে আইএমএফ। ২০২১ সালে তা ৫.২ শতাংশ হারে বাড়তে শুরু করবে।
6/6
আইএমএফের সমীক্ষা অনুয়ায়ী ২০২১ সালে আর্থিক বৃদ্ধির হারে চিনের থেকেও এগিয়ে থাকবে ভারত। আগামী বছরে ভারতের আর্থিক বৃদ্ধি হার যেখানে হবে ৮.৮ শতাংশ সেখানে চিনের ওই হার হবে ৮.২ শতাংশ।