দেশের জলসীমা রক্ষাই শুধু নয়, বিলুপ্তপ্রায় এই প্রাণীও সংরক্ষণ করছে উপকূলরক্ষী বাহিনী

Jun 24, 2020, 23:02 PM IST
1/5

ক্রমশ কমছে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। আর তাই উপকূল রক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তা দেওয়ার কাজও করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। -ছবি-কমলিকা সেনগুপ্ত

2/5

প্রতিবছর ওড়িশা উপকূলে এসে ডিম পাড়ে ওই অলিভ রিডলে কচ্ছপ।  নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এদের ডিম দেওয়ার সময়। -ছবি-কমলিকা সেনগুপ্ত

3/5

নিরীহ এই প্রাণীর বংশবিস্তারে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে মত্সজীবীরা। তাই অলিভ রিডলে কচ্ছপদের nestling এর জন্য বিশেষ সুবিধা করে দিয়েছে কোস্ট গার্ড।

4/5

গত বছর তারা operation Olivia করে। এর ফলে ওই প্রজাতির কচ্ছপদের nesting এমন জায়গায় করা হয় যেখানে মত্সজীবিরা নিষিদ্ধ ।

5/5

এর ফলে এ বছর আলিপুর অলিভ রিডলে কচ্ছপরা ৭১ লাখ ৩০ হাজার ডিম পেরেছে । এই বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের জন্য এই বছরও বিশেষ উদ্যোগ নিচ্ছে উপকূলরক্ষী বাহিনী