রাফাল বিতর্কের মধ্যে সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র
Feb 12, 2019, 22:55 PM IST
1/5
রাফাল নিয়ে বিতর্কের মাঝেই সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র। ৭০০ কোটি টাকায় মার্কিন কোম্পানির সঙ্গে অ্যাসল্ট রাইফেল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত সরকার। ইউরোপ-সব বিশ্বের বহু দেশের ব্যবহৃত হচ্ছে এই রাইফেল।
2/5
প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক সরকারি প্রক্রিয়ার মাধ্যমে রাইফেল ক্রয় করা হবে। অর্থাত্ একবছরের মধ্যেই হাতে চলে আসবে এই আধুনিক আগ্নেয়াস্ত্র।
photos
TRENDING NOW
3/5
বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে ভারতীয় সেনা। রেঞ্জ ৪০০ মিচার। তার জায়গায় এই নতুন অ্যাসল্ট রাইফল ৭.৫২x৫১। রেঞ্জ ৬০০ মিটার।
4/5
এই অ্যাসল্ট রাইফেল আকারে ছোট তবে আধুনিক ও সহজে প্রয়োগ করা যায়। চলতি মাসেই এই রাইফেল কিনতে অনুমোদন দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।
5/5
২০১৭ সালে অক্টোবরে ৪৪,০০০ লাইট মেশিনগান ও প্রা ৪৪,৬০০টি কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল।