Avalanch: প্রবল তুষার ধসে আটকে পড়ল গাড়ি, টানা ৫ ঘণ্টায় চেষ্টায় ৩০ জনের প্রাণ বাঁচাল সেনা

Jan 18, 2022, 15:53 PM IST
1/5

প্রবল তুষারপাত ও তুষার ধসে আটকে পড়া মানুষজনের উদ্ধারে এগিয়ে এল সেনা বাহিনী(Indian Army) ও জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স(GREF)। প্রাণ বাঁচল ৩০ জনের।

2/5

সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের(J&K) চৌকিবাল-তংধর রোড ৭০১ নম্বর জাতীয় সড়কে তুষার ধসে আটকে পড়েছিলেন ওইসব মানুষজন। রস্তায় ধসে পড়ে কোমর সমান উঁচু তুষারে আটকে পড়ে তাদের গাড়ি।   

3/5

খবর পাওয়া মাত্রেই খুনি নালার কাছে ওই জায়গায় পৌঁছে যায় সেনাবাহিনীর উদ্ধারকারী ২টি দল। ওই দলে ছিলেন তুষার ধস বিশেষজ্ঞরা। বহু কসরত করে দুটি জায়গা থেকে ওই ৩০ জনকে উদ্ধার করে সেনা ও জিআরইএফ।

4/5

ওই ৩০ জনের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় নীলমে এবং বাকী ১৬ জনকে আনা হয় সাধনা পাস-এ। দেওয়া হয় খাবার ও চিকিত্সা পরিষেবা। টানা ৫-৬ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়ে ১২টি গাড়িকে।

5/5

উল্লেখ্য, এই খুনি নালার কাছে সেনাবাহিনী(Indian Army) উদ্ধার করে একদল পর্যটককে। বছরের এই সময়ে এই এলাকায় প্রায়ই তুষার ধসে রাস্তা বন্ধ হয়ে য়ায়। আটকে পড়েন সাধারণ মানুষ।