এতদিন পর আশার আলো! করোনা রোগীর সুস্থতার হারে ভারত এখন সবার উপরে

Sep 21, 2020, 09:11 AM IST
1/5

এতদিন পর আশার আলো দেখা গেল। করোনা রোগীর সুস্থতার হারের বিচারে ভারত এখন বিশ্বে এক নম্বর দেশ। প্রায় ৪৩ লাখ করোনা আক্রান্ত সেরে উঠেছেন এদেশে।

2/5

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা রোগীদের সুস্থতার হারের বিচারে ভারত এখন আমেরিকারও উপরে রয়েছে।

3/5

সারা বিশ্বে যত পরিমাণ করোনা রোগী সুস্থ হয়েছেন তার মধ্যে ১৯ শতাংশ ভারতের। জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। 

4/5

গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। রোজই গড়ে ৯২ হাজার মানুষের নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল। ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ লাখের কাছাকাছি। তবে সেরে ওঠা রোগীর সংখ্যাও নতুন করে আশার আলো দেখাচ্ছে। 

5/5

গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪, ৩১২ জন রোগী করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। করোনা থেকে সেরে ওঠার এখন প্রায় ৮০ শতাংশ। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে করোনা রোগীর সরে ওঠার হার সব থেকে বেশি।