1/13
৩ বিলিয়ন!
নিজস্ব প্রতিবেদন: ৩ বিলিয়ন মার্কিন ডলার! আফগানিস্তানে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে এই বিপুল অর্থ বিনিয়োগ করেছে নয়াদিল্লি। যে অর্থ দিয়ে তৈরি হয়েছে বাঁধ, রাস্তাঘাট থেকে আফগান সংসদ ভবন। পাকিস্তানকে পাশ কাটিয়ে কৌশলগত কারণে আফগান-ভূমে প্রভাব বাড়িয়েছিল ভারত। তালিবান ফের ক্ষমতায় উপক্রম হওয়ার পর নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হচ্ছে।
2/13
তালিবানকে মান্যতা দেয়নি ভারত
photos
TRENDING NOW
3/13
আফগানিস্তানে ভারত
৯/১১ হামলার পর আফগান মুলুকে প্রভাব বাড়াতে তৎপর হয় নয়াদিল্লি। ২০১১ সালে ভারত-আফগানিস্তান কৌশলগত সমঝোতা স্বাক্ষরিত হয়। তার পর থেকে পরিকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, বাঁধ নির্মাণে অর্থ-সহযোগিতা শুরু করে ভারত সরকার। ২০২০ সালে নভেম্বরে জেনেভা শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আফগানিস্তানের এমনও কোনও অংশ নেই যেভানে ভারত নেই। ৩৪টি প্রদেশে চলছে ৪০০-র বেশি প্রকল্প।
4/13
সালমা বাঁধ
5/13
ZARANJ-DELARAM HIGHWAY
২১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন। ইরান সীমান্তের কাছাকাছি এই এলাকা। কান্দাহার, গজনি, কাবুল, মজহর-ই-শরিফ ও হেরাট শহরকে ছুঁয়ে গিয়েছে এই রিং রোড। পাকিস্তানকে এড়িয়ে এই রাস্তা ধরে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে পারত নয়াদিল্লি। অতিমারির সময়ে চাবাহার দিয়ে আফগানিস্তানে ৭৫ হাজার টন গম পাঠানোর কথা জানিয়েছিলেন জয়শঙ্কর। এই রাস্তা নির্মাণে গিয়ে সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে ৬ ভারতীয়র।
6/13
সংসদভবন
8/13
বিদ্যুৎ প্রকল্প
9/13
স্বাস্থ্য কাঠামো
11/13
অন্যান্য প্রকল্প
12/13
চলমান প্রকল্প
13/13
টাকা কি জলে?
প্রশ্ন উঠছে, ভারতে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার কি জলে গেল? প্রাক্তন স্পেশাল ফোর্স অফিসার লেফট্যানান্ট জেনারেল পিসি কাটোচের কথায়, আফগানিস্তানে স্থিতাবস্থা আনতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ভেবেই ভারত বিনিয়োগ করেছিল। কিন্তু আমেরিকা তালিবানের হাতে ছেড়ে দিল আফগানিস্তানকে। তেমন এটাও ঠিক, ভারতের প্রতি সে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক সহৃদয়। সেটাই পরে কাজে দেবে। দেশগঠনে ভারতে সহায়তা দরকার পড়বে তালিবানের। অতীতের থেকে এই তালিবান আলাদা। আর তাদের মুখপাত্র তো বলেই দিয়েছে, নিজেদের ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। ভারত উন্নয়নের কাজকর্ম চালিয়ে যাবে বলেও তারা বিশ্বাস করে।
photos