Independenc Day 22 : বসিরহাট কলেজে পতাকা উত্তোলন, লোকনাথ মন্দিরে নুসরত

| Aug 15, 2022, 19:20 PM IST
1/7

৭৫তম স্বাধীনতা দিবস

স্বাধীনতার ৭৫ বছর পার, সোমবার গোটা দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। এইদিনে বসিরহাটে একাধিক কর্মসূচিতে যোগদান করে বসিরহাটের সাংসদ নুসরত জাহান। বসিরহাট কলেজ সহ একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন নুসরত। 

2/7

নেতাজির ছবিতে মাল্যদান

এদিন বৃষ্টি বিঘ্নিত সকালে সাড়ে এগারোটা নাগাদ বসিরহাট কলেজে জাতীয় পতাকা উত্তোলন করেন বসিরহাটের সাংসদ নুসরত। পরে নেতাজির ছবিচে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

3/7

৩৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া জাতীয় পতাকা

বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের প্রান্তিক ফুটবল মাঠে ১০৫ ফুট উঁচু স্ট্যান্ডের উপরে ৩৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ নুসরাত জাহান।

4/7

নুসরতের সঙ্গে পুলিস আধিকারিকরা

এদিন সাংসদ নুসরত জাহান সঙ্গে ছিলেন বসিরহাট জেলা পুলিস সুপার জবি থমাস কে সহ পুলিস আধিকারিকরা, ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা।

5/7

ছবি তুলতে ব্যস্ত বহু মানুষ

এদিন নুসরতকে দেখতে এবং এত উঁচু স্যান্ডের উপর জাতীয় পতাকার ছবি মোবাইলবন্দি করে রাখতে টাকি রাস্তার ধারে লাইন দিয়ে ছবি তুলতে দেখা যায় সাধারণ মানুষকে।

6/7

হাইমাস্ট লাইটের উদ্বোধন

এদিন বসিরহাট থানায় সোলার সিস্টেমের হাই মাস্ট লাইটের উদ্বোধন করেন সাংসদ নুসরত জাহান। 

7/7

লোকনাথ মন্দিরে নুসরত

সবশেষে সাংসদ, অভিনেত্রী নুসরত পৌঁছোন বরাসত সংলগ্ন কচুয়া ধাম লোকনাথ মন্দিরে।