রান্নার গ্যাস বুকিং এখন আরও সহজ ‘ইন্ডেন’ গ্রাহকদের জন্য

| Feb 27, 2020, 20:17 PM IST
1/5

ইন্ডেন গ্যাস

ইন্ডেন গ্যাস

ইন্ডেন গ্রাহকরা এখন তাদের রেজিস্টার্ড করা মোবাইল নম্বর থেকে গ্যাস বুকিং করতে পারেন। এক্ষেত্রে তারা সুবিধা পাবেন তিনটি ভাষার, হিন্দি, ইংরেজির সঙ্গে থাকবে আরও একটি আঞ্চলিক ভাষা সেখানে গ্রাহকরা নিজের পছন্দ মতো ভাষা নির্বাচন করতে পারবেন।

2/5

ইন্ডেন গ্যাস

ইন্ডেন গ্যাস

এছাড়া রেজিস্টার্ড করা মোবাইল নম্বর থেকে IVRS পদ্ধতিতে দিনে যে-কোন সময় বুক করতে পারবেন রান্নার গ্যাস।

3/5

ইন্ডেন গ্যাস

ইন্ডেন গ্যাস

তবে নতুন পদ্ধতিতে গ্যাস বুক করার ক্ষেত্রে লাগবে ডিস্ট্রিবিউটারদের এসটিডি কোড।

4/5

ইন্ডেন গ্যাস

ইন্ডেন গ্যাস

মোবাইলে গ্যাস বুক করার সময় পছন্দের ভাষা বাছাই-এর পর ডিস্ট্রিবিউটারদের এসটিডি কোড দিয়ে বুকিং নম্বর ডায়াল করতে হবে।যেমন কলকাতার ক্ষেত্রে এসটিডি কোড ০৩৩।

5/5

ইন্ডেন গ্যাস

ইন্ডেন গ্যাস

এরপর চলে আসবে আপনার কনজিউমার নম্বর। তারপর চলে আসবে অপসন।বুকিং,ক্যান্সেল বা অন্য কিছু করতে চাইলে করতে পারবেন। সব হওয়ার পর মেসেজ আসবে আপনার ফোনে।