Winter Tips: সামনেই শীতকালে, সারাক্ষণ গিজার চালিয়ে রাখেন! জানেন কী বিপদ ডেকে আনছেন?
Winter Tips: সামনেই শীতকাল। শীতকালে সবথেকে বেশি ব্যবহার হয় গিজার। দুই ধরনের গিজার রয়েছে - একটি স্টোরেজ গিজার এবং অন্যটি তাৎক্ষণিক ওয়াটার হিটার। দুটোই বিদ্যুতে চলে। ইনস্ট্যান্ট গিজার গরম জলকে সঙ্গে সঙ্গে সরবরাহ করে। স্টোরেজ গিজার গরম জল সঞ্চয় করে এবং দীর্ঘ সময়ের জন্য গরম জল সরবরাহ করে। কিন্তু গিজার বেশিক্ষণ রেখে দিলে কী হবে? প্রায়ই মানুষ এই ভুল করে থাকে।
1/5
গিজার বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয়
2/5
ইলেকট্রিক বিলের বৃদ্ধি
photos
TRENDING NOW
3/5
অতিরিক্ত গরম হয়ে যাওয়া
4/5
খারাপ জল
5/5
গিজার মরচে ধরা এবং জল চুইয়ে পড়া
photos