Waterlog Kolkata: প্রবল বর্ষণে জেরবার জনজীবন, তুমুল বৃষ্টিতে 'জলের তলায়' কলকাতা

Sep 20, 2021, 07:39 AM IST
1/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

বজ্র-বিদ্যুৎ-সহ রাতভর তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের জেরঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। 

2/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজও সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।

3/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, অন্য একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে। এছাড়াও, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত।

4/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

রাতভর প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলযন্ত্রণার পরিস্থিতি জটিল হয়ে উঠছে৷ গভীর নিম্নচাপ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে৷ 

5/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি, জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

6/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ক্রমশ ওড়িশার দিকে ঢুকছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামী ২-৩ দিনে এগিয়ে যাবে। 

7/7

জলমগ্ন কলকাতা

waterlog kolkata

ফলে জলমগ্ন শহরের একাধিক এলাকা। সুকিয়া স্ট্রিট, খিদিরপুরের ভূকৈলাস রোড, ঠনঠনিয়া, সার্দান অ্যাভিনিউতে জলযন্ত্রনার ছবি।