৪০০ টাকা থেকে ১২০০টাকা, ইলিশ কিনতে মানুষের ঢল বাজারে
Aug 12, 2020, 08:28 AM IST
1/5
দিঘায় উঠল ইলিশ। বেশ কয়েকটি ইলিশবোট ফিরেছে সমুদ্র থেকে। সব মিলিয়ে গত দুদিনে প্রায় দেড়টন দিঘা মোহনায় উঠল ইলিশ। পরিমাণে চাহিদার তুলনায় বেশি না হলেও আকারে ওজনে যথেষ্ঠ আশানুরূপ।
2/5
৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ উঠেছে দিঘার মৎসজীবীদের জালে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামেও যথেষ্ট আকাশছোঁয়া।