৪০০ টাকা থেকে ১২০০টাকা, ইলিশ কিনতে মানুষের ঢল বাজারে

Aug 12, 2020, 08:28 AM IST
1/5

নিজস্ব চিত্র

দিঘায় উঠল ইলিশ। বেশ কয়েকটি ইলিশবোট ফিরেছে সমুদ্র থেকে। সব মিলিয়ে গত দুদিনে প্রায় দেড়টন দিঘা মোহনায় উঠল ইলিশ। পরিমাণে চাহিদার তুলনায় বেশি না হলেও আকারে ওজনে যথেষ্ঠ আশানুরূপ।

2/5

নিজস্ব চিত্র

৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ উঠেছে দিঘার মৎসজীবীদের জালে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামেও যথেষ্ট আকাশছোঁয়া।

3/5

নিজস্ব চিত্র

 ৫০০-৭০০ ওজনের ইলিশ ৪০০-৭০০ টাকা, ৮০০-১ কেজি ওজনের ইলিশ ৯০০-১২০০ টাকা দরে বিকোচ্ছে।

4/5

নিজস্ব চিত্র

তবে দীর্ঘ দিন ধরেই ইলিশের দেখা ছিলনা, আজ খানিকটা ইলিশ ওঠার খবরে দিঘার বাজারে বহু মানুষ ভিড় জমিয়েছেন।

5/5

নিজস্ব চিত্র

৭টি বোট ঠেকেছে দিঘা মোহনায়। এককালীন অনেকগুলি বোট ঠেকলে আরও আমদানি হবে ইলিশের।