আপনি কি দয়ালু? তা হলে জীবনের এই সমস্যাগুলোর জন্য তৈরি থাকুন

সারাক্ষণ চিন্তিত- দয়ালু মানুষদের বেশিরভাগ বুদ্ধিমান। গবেষণা তাই বলছে। একজন বুদ্ধিমান মানুষের বিষন্ন হওয়ার সম্ভাবনাও বেশি। দয়ালু মানুষেরা সব সময় ভাবতে থাকেন বিভিন্ন সমস্যা নিয়ে। নিজের নয়, অন্যের জীবনের সমস্যার সমাধানের চিন্তা তাঁদের মাথায় ঘুরপাক খায়।

Sep 15, 2018, 17:23 PM IST

সারাক্ষণ চিন্তিত- দয়ালু মানুষদের বেশিরভাগ বুদ্ধিমান। গবেষণা তাই বলছে। একজন বুদ্ধিমান মানুষের বিষন্ন হওয়ার সম্ভাবনাও বেশি। দয়ালু মানুষেরা সব সময় ভাবতে থাকেন বিভিন্ন সমস্যা নিয়ে। নিজের নয়, অন্যের জীবনের সমস্যার সমাধানের চিন্তা তাঁদের মাথায় ঘুরপাক খায়।

1/6

আপনি কি দয়ালু?

If you are kind enough 1

2/6

আপনি কি দয়ালু?

If you are kind enough 2

আত্মতৃপ্তির অভাব- একজন দয়ালু মানুষ কখনও নিজেকে নিয়ে ভাবেন না।অন্যকে বিপদ থেকে উদ্ধারে নেমে নিজের দিকে তাকানোর সময় হয় না। বা সেই গরজ থাকে না অনেক সময়। নিজেকে নিয়ে যে মানুষ ভাবে না তাঁর তো আত্মতৃপ্তি না থাকারই কথা। 

3/6

আপনি কি দয়ালু?

If you are kind enough 3

ত্যাগের নেশা- হ্যাঁ ঠিকই শুনছেন। ত্যাগ করাটাও এক ধরণের নেশা। একজন দয়ালু মানুষের জীবনে ত্যাগস্বীকার ব্রত হয়ে ওঠে কখনও কখনও। তখন সে নিের অতি প্রিয় জিনিসটাকেও ত্যাগ করে দিতে পারেন। অনেক সময় এমন ত্যাগী মানসিকতা অভাব সৃষ্টি করে। যেটা যে কোনও দয়ালু মানুষকে জীবনের যে কোনও পর্যায় বিপদে ফেলতে পারে। 

4/6

আপনি কি দয়ালু?

If you are kind enough 4

প্রতিদান হোক নিস্বার্থ- একজন দয়ালু মানুষ আপনাকে সব সময় নিস্বার্থভাবেই দান করবেন। খুব খারাপ পরিস্থিতিতে না পড়লে একজন দয়ালু মানুষ কখনওই পাল্টা কিছু চাইবেন না। কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়ে একজন দয়ালু মানুষ কারও থেকে কিছু চাইলে আশা করেন প্রতিদান যেন নিস্বার্থ হয়। কিন্তু বাস্তবে সেটা হয় না। কারণ সবাই দয়ালু হয় না। এক্ষেত্রে বড় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।

5/6

আপনি কি দয়ালু?

If you are kind enough 5

নিস্বার্থভাবে দান- একজন দয়ালু মানুষ অনেক সময়ই নিজের ক্ষমতার বাইরে গিয়ে দান করে বসেন। দেনার দায় বাড়ে। সেই দেনার দায় সামলাতে গিয়ে জীবনে আসে হাজারো সমস্যা। 

6/6

আপনি কি দয়ালু?

If you are kind enough 6

স্বপ্ন ও চাহিদা অপূর্ণ- অন্যের জন্য ভাবতে ভাবতে কখন যে নিজের জীবন থেকে হারিয়ে যাবেন, বুঝতেও পারবেন না। বা যখন বুঝতে পারবেন তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। অনেকেই মনে করেন, দয়ালু মানুষদের জীবনে কোনও স্বপ্ন বা চাহিদা থাকে না। তাঁরা অন্যদের চাহিদা পূরণ করেই খুশি। কিন্তু আদতে কথাটা ভুল। অন্যের চাহিদা পূরণ করতে করতে একজন দয়ালু মানুষের নিজের স্বপ্নগুলোই অধরা থেকে যায়। যা থেকে হতাশা জন্মায়।