Bengali Movie | The Academy of Fine Arts: ক্রিমিনাল যদি আর্টিস্ট হয়, ক্রাইম তবে আর্ট! স্বাধীন ছবির আড়ালে ক্রিমিনাল আর্ট...
Bengali Movie | The Academy of Fine Arts: ছবির সব চরিত্ররা চোর। দুধর্ষ, দুরন্ত, রক্তাক্ত, রহস্য, আতঙ্ক, রোমাঞ্চ! ফার্স্ট লুকে চমক। আসছে 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'।
1/7
মুক্তি পেতে চলেছে নতুন অ্যাকশন থ্রিলার ঘরানার স্বাধীন বাংলা ছবি 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। মুখ্য ভূমিকায় রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস ,পায়েল সরকার, ঋষভ বাসু , রাহুল অরুণোদয় ব্যানার্জি, অনুরাধা মুখার্জী , সুদীপ মুখার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জয়ব্রত দাশ। তিনি জানান এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার। তবে অ্যাকশন থ্রিলার হলেও এই সিনেমায় আকশনের সাথে কমেডির জনরা বেন্ডিং করেছেন পরিচালক।
2/7
photos
TRENDING NOW
3/7
কিন্তু মনে হতেই পারে সিনেমার নাম কেন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস? পরিচালক জানান এই সিনেমার প্রত্যেকটি চরিত্র এক একজন ক্রিমিনাল এবং প্রত্যেকেই এক একটি বিশেষ বিশেষ কাজে দক্ষ। যেমন কেউ ভালো চুরি করতে পারেন, কেউ প্রফেশনাল হিটম্যান আবার কেউ লক আর্টিস্ট আর যেহেতু এই প্রত্যেকটি কাজই এক একটি ফাইন আর্ট এবং তাই চরিত্ররা এখানে আর্টিস্ট আর তাই সিনেমার এই নাম।
4/7
5/7
তিন বছরের এই লম্বা যাত্রা পথে প্রত্যেকটি অভিনেতা যারা এই ছবিতে কাজ করেছেন,তারা সব রকম ভাবে সাহায্য করেছেন বলে জানান পরিচালক , আর যে বন্ধুদের সাহায্য ছাড়া এই ছবি তৈরি প্রায় অসম্ভব ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য অর্ণব লাহা ,বাণীব্রত আদক এবং মানব সাহা। সিনেমাটি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী।
6/7
7/7
photos