এই ছবিগুলি না-দেখলে আপনার উত্তম-জার্নি অসম্পূর্ণই থেকে যাবে...
Uttam Kumar Death Anniversary: উত্তমকুমারের বহুমুখী অভিনয়প্রতিভা ও পর্দায় তাঁর ক্যারিশম্যাটিক উপস্থিতি বাঙালিকে আজও মুগ্ধ করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহানায়ক উত্তমকুমার! বাঙালি সারা বছরে দু'টি মাসে তাঁকে বিশেষ করে স্মরণ করে। এক, তাঁর মৃত্যুমাসে-- এই জুলাইয়ে; অন্যটি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরের ৩ তারিখে জন্ম বাঙালির একমাত্র ম্যাটিনি আইডলের। আজ, ২৪ জুলাই উত্তমকুমারের মৃত্যুদিন। এ বছরটি উত্তম কুমারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী।
1/10
প্রথম থেকেই আলাদা
'হ্রদ'। সালটা ১৯৫৫। উত্তমের ৩৪ নম্বর ছবি। উত্তমের কেরিয়ারের প্রথম দিকের ছবি। সাধারণত রোম্যান্টিক হিরো হিসেবেই পরিচিত তিনি। তাঁর এই ইমেজ বিল্ডিংয়েই বেশি স্বস্তি পেত তাঁর পরিসর। কিন্তু সুদর্শন সুপুরুষ প্রেমিক উত্তমের ইমেজের পাশে অর্ধেন্দু সেনের পরিচালনায় 'হ্রদ' একেবারেই অন্যরকম ছবি। সেই সময়ের বাংলাছবির চেনাছকের বাইরের ঘরানার ছবি।
2/10
'সাহেব বিবি গোলাম'
photos
TRENDING NOW
3/10
'হারানো সুর', 'জীবনতৃষ্ণা'
4/10
'সপ্তপদী'
5/10
সত্যজিৎ রায় ও তপন সিংহের সঙ্গে
মহানায়ক একাধিকবার কাজ করেছেন সত্যজিৎ রায় ও তপন সিংহের সঙ্গে। উত্তমকুমারের প্রযোজনায় 'জতুগৃহ' তপন সিংহের ১৯৬৪ সালের ছবি। ভাবনায়, অভিনয়ে অসাধারণ এক ছবি এটি। এর আগে তপন সিংহের 'ঝিন্দের বন্দী' (১৯৬১)তেও অসাধারণ অভিনয় করেন উত্তম। আর সত্যজিতের সঙ্গে কাজ আর একটু পরে। প্রথমে 'নায়ক' (১৯৬৬)। পরে 'চিড়িয়াখানা'।
6/10
'অ্যান্টনি ফিরিঙ্গী'
7/10
'নিশিপদ্ম' 'ছদ্মবেশী'
8/10
'যদুবংশ'
9/10
'সন্ন্যাসী রাজা' ও 'অগ্নীশ্বর'
10/10
'বাঘবন্দী খেলা'
photos