অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির জেরে কোন ক্রিকেটারের কী শাস্তি হল, জানুন

Feb 11, 2020, 10:39 AM IST
1/6

রবিবার পচেস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষে ভারত-বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররা বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভিডিয়ো ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত করে আইসিসি-জানায়, আইসিসি-র বিধি ভঙ্গ করার জন্য বাংলাদেশের তিন এবং ভারতের দুই-মোট পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি।  

2/6

তৌহিদ হৃদয় (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯) - ১০ ম্যাচের নির্বাসন।

3/6

শামিম হোসেন (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯) - ৮ ম্যাচের নির্বাসন।

4/6

রাকিবুল হাসান (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯) - ৪ ম্যাচ নির্বাসিত।

5/6

আকাশ সিং (ভারতীয় অনূর্ধ্ব-১৯) - ৬ ম্যাচের নির্বাসন।

6/6

রবি বিষ্ণোই (ভারতীয় অনূর্ধ্ব-১৯) - ৫ ম্যাচ নির্বাসিত।