শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ৭০ টি আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীর কুর্সিতে কে ফিরবে আজ কার্যত সেদিকেই তাকিয়ে গোটা দেশ। রাত থেকে কার্যত সাজ সাজ রব দিল্লি জুড়ে।
2/5
কেজরীবালের বাড়ির সামনেও ভিড় খুদেদের, ক্যামেরায় ধরা পড়ল সেই ছবিই। রীতিমতো কেজরীবালের আদলে সেজে সকাল থেকেই তাঁর বাড়ির সামনে পৌঁছে গিয়েছে তাঁরা। বাড়ির সামনে ফুল দিয়ে লিখে দিচ্ছে অল দ্য বেস্ট। দেখুন সেই ছবি।
photos
TRENDING NOW
3/5
আজ দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগণনা। গতবারের ঝাড়ু-ঝড় যদি এবার নাও বয়ে যায়, তাহলেও কি কেজরীবাল ফের অনায়াসেই কুর্সি দখল করবেন? নাকি মোদী- ম্যাজিকে দেশের রাজধানীতে ২২ বছর পর ক্ষমতায় ফিরবে বিজেপি? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই।
4/5
গত বিধানসভা নির্বাচনে, ৬৭টি আসন দখল করে নজির তৈরি করে আপ। যদিও, লোকসভা নির্বাচনে একটি বিধানসভা কেন্দ্রেও তারা লিড পায়নি। তবে, এ বার সব বুথ ফেরত সমীক্ষায় আপই এগিয়ে রয়েছে।
5/5
দিল্লির ভোটের পর যেসব সমীক্ষা হয়েছে, তার প্রতিটি রিপোর্ট বলছে, কেজরীবালের ঝুলিতেই দিল্লির দু’কোটি মানুষের ভোট।