চিনকে চাপ রাখতে ঘাড়ের কাছে হাসিমারায় Rafale মোতায়েন করল ভারত

Jul 28, 2021, 23:41 PM IST
1/5

হাসিমারায় রাফাল

Rafale in Hasimara

নিজস্ব প্রতিবেদন: চিনকে চাপে রাখতে বুধবার হাসিমারায় রাফাল (Rafale) নামাল ভারত সরকার। রাফালের দ্বিতীয় স্কোয়াড্রন মোতায়েন করা হয় ইস্টার্ন এয়ার কম্যান্ডের হাসিমারা বায়ুসেনাঘাঁটিতে।     

2/5

১০১ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত

induction in 101 squadron

এ দিন বায়ুসেনার ১০১ স্কোয়াড্রনে সরকারি ভাবে বুধবার অন্তভুর্ক্ত হয় অন্তত হাফ ডজন রাফাল বিমানকে।    

3/5

রাফালকে অভ্যর্থনা

Rafale welcome ceremony

হাসিমারায় রাফালের যুদ্ধবিমানগুলি অবতরণ করতেই প্রথা মেনে জলকামান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর ছড়ানো হয় জীবাণুনাশক। 

4/5

আরকেএস ভাদৌরিয়ার বক্তব্য

Air Chief Marshal RKS Bhadauria at the ceremony

ভারতীয় বায়ুসেনার প্রধান আরকেএস ভাদৌরিয়া বলেন,'পরিকল্পনা করেই হাসিমারায় মোতায়েন করা হচ্ছে রাফাল। পূর্ব ভারতে বায়ুসেনার শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত।' 

5/5

শত্রুর নজরে 'চিকেনস নেক'

Indo-China Clash

পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষ শুরু হয় গতবছর। অরুণাচল প্রদেশের কাছেও তৎপর চিনা ফৌজ। শত্রু দেশের নজরে ভারতের 'চিকেনস নেক'। এই পরিস্থিতিতে চিনকে এদিক-ওদিক করলেই মোক্ষম জবাব দিতে রাফাল মোতায়েন করা হল হাসিমারায়। বায়ুসেনার প্রধানও স্পষ্ট করে দিয়েছেন,'যখন যেখানে দরকার শত্রুরা রাফালের উপস্থিতি টের পাবে।'