ভারতীয় বায়ুসেনার প্রধান আরকেএস ভাদৌরিয়া বলেন,'পরিকল্পনা করেই হাসিমারায় মোতায়েন করা হচ্ছে রাফাল। পূর্ব ভারতে বায়ুসেনার শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত।'
5/5
শত্রুর নজরে 'চিকেনস নেক'
পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষ শুরু হয় গতবছর। অরুণাচল প্রদেশের কাছেও তৎপর চিনা ফৌজ। শত্রু দেশের নজরে ভারতের 'চিকেনস নেক'। এই পরিস্থিতিতে চিনকে এদিক-ওদিক করলেই মোক্ষম জবাব দিতে রাফাল মোতায়েন করা হল হাসিমারায়। বায়ুসেনার প্রধানও স্পষ্ট করে দিয়েছেন,'যখন যেখানে দরকার শত্রুরা রাফালের উপস্থিতি টের পাবে।'