আরও শক্তিশালী হচ্ছে Tejas, বায়ুসেনার যুদ্ধ বিমানে যোগ হচ্ছে ভয়ঙ্কর এই মার্কিন প্রযুক্তি
Mar 29, 2022, 17:51 PM IST
1/6
আরও শক্তিশালী হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস।
2/6
এবার এই ফাইটার জেটে যোগ করা হচ্ছে মার্কিন জয়েন্ট ডাইরেক্ট অ্য়াটাক মিউনিশন কিট(JDAM kit)।
photos
TRENDING NOW
3/6
এই প্রযুক্তি যোগ হলে আরও নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুতকে আঘাত হানতে পারবে বায়ুসেনার এই যুদ্ধ বিমান।
4/6
ওই মার্কিন প্রযুক্তি জন্য সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে সাক্ষর করেছে ভারত। এটি তেজসে যোগ হলে আকাশের ৮০ কিলোমিটার উচ্চতা থেকেও মাটির কোনও লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত হানতে পারবে।
5/6
ইতিমধ্যেই তেজের ২টি ফ্লিটকে কাজে লাগিয়েছে বায়ুসেনা।
6/6
তেজসকে শক্তিশালী করার ক্ষেত্রে নিরন্তর কাজ করেছে চলেছে ভারতীয় বায়ুসেনা। দেশে তৈরি হওয়ার পর থেকে একের পর এক উন্নত প্রযুক্তি যোগ করা হচ্ছে ওই যুদ্ধ বিমানে।