Operation Ganga: ইউক্রেনে আটকে ভারতীয়দের ফেরানোই লক্ষ্য, IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

Mar 02, 2022, 11:58 AM IST
1/6

IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

IAF aircraft C-17 joins operation Ganga

যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে ভারতীয় বায়ুসেনার C-17 পরিবহন বিমানকে অপারেশন গঙ্গায় মোতায়েন করা হল। রোমানিয়ার উদ্দেশে ইতিমধ্যেই যাত্রা করেছেন সেই বিমান। 

2/6

IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

IAF aircraft C-17 joins operation Ganga

মঙ্গলবার আইএএফ কর্মকর্তারা জানিয়েছিলেন যে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে C-17 বুধবার ভোর ৪ টায় রোমানিয়ার উদ্দেশ্যে রওনা হবে। প্রায় ৩০০ জন যাত্রী বহন করার ক্ষমতা সম্পন্ন বিমান C-17 দিল্লির কাছে হিন্দানে তার হোম বেস থেকে যাত্রা শুরু করেছে।

3/6

IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

IAF aircraft C-17 joins operation Ganga

আগেরই প্রধানমন্ত্রী মোদী আইএএফকে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গায় যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। 

4/6

IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

IAF aircraft C-17 joins operation Ganga

বিদেশ সচিব শ্রিংলা বলেছেন, ভারতীয়দের ফিরিয়ে আনতে বুধবার ভোর চারটেয় C-17 আইএএফ বিমান রোমানিয়ার উদ্দেশ্যে উড়বে যাবে। তিনি আরও বলেন, "পরবর্তী তিন দিনের মধ্যে, ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ২৬ টি ফ্লাইট নির্ধারিত হয়েছে"।

5/6

IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

IAF aircraft C-17 joins operation Ganga

বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও, পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ভারতীয়দের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করা হবে তিনি জানিয়েছেন।

6/6

IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া

IAF aircraft C-17 joins operation Ganga

প্রসঙ্গত, শুধুমাত্র বেসরকারি ভারতীয় ফ্লাইট রোমানিয়া এবং হাঙ্গেরি থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে এসেছে।