করোনা আক্রান্ত হলে লক্ষ টাকা শুধু পিপিইতেই! অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে
Aug 14, 2020, 16:36 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: লাখ টাকা একসঙ্গে চোখে দেখেননি, এমন মানুষের সংখ্যা এদেশে নেহাত কম নয়। সেখানে করোনা আক্রান্ত হলে পিপিই বাবদ প্রায় ১ লক্ষ টাকা নিয়ে নিচ্ছে বেসরকারি অনেক হাসপাতাল। তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন হায়দরাবাদের বিজয় গোপাল। (প্রতীকী চিত্র)
2/5
৫২ বছরের করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে।(প্রতীকী চিত্র)
photos
TRENDING NOW
3/5
যেখানে ১২ দিনের করোনা চিকিৎসার পর তাঁর হাতে ধরানো হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৬৮২ টাকার লম্বা বিল। যার মধ্যে পিপিই বাবদ নেওয়া হয়েছে ৯৬ হাজার টাকা। (প্রতীকী চিত্র)
4/5
বিজয় গোপালের অভিযোগ অনুযায়ী, একসঙ্গে অনেকগুলি কিনলে ৭৫ থেকে ১০০ টি পিপিইর দাম পড়ে ২৫০০ টাকা। সেখানে এক্ষেত্রে ৬৪ টি পিপিইর দাম নেওয়া হয়েছে ৯৬ হাজার টাকা। অর্থাৎ পিপিই প্রতি ১,৫০০ টাকা। (প্রতীকী চিত্র)
5/5
কোনও কোনও বেসরকারি হাসপাতালে দাম নেওয়া হচ্ছে ৮ হাজার টাকা পর্যন্ত। এই অত্যাধিক দাম নেওয়া হাসপাতালগুলির যেন জরিমানা করা হয়। সরকারের কাছে এই আর্জিও জানিয়েছেন বিজয় গোপাল।(প্রতীকী চিত্র)