তাপপ্রবাহে দাবানল, ঝলসে যাচ্ছে সবকিছু, বাড়ি ছাড়চ্ছেন বাসিন্দারা

Jul 02, 2021, 12:30 PM IST
1/7

 নিজস্ব প্রতিবেদন: একেই বলে গোদের ওপর বিষ ফোঁড়া। একদিকে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০ ডিগ্রিতে। তার উপর আগুনের তাপ। হ্যাঁ, তাপপ্রবাহে দাবানল লেগেছে। তাই পশ্চিম কানাডার বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে ফেলা হল বাসিন্দাদের।  

2/7

গত সপ্তাহ থেকে তাপমাত্রা যে হারে বেড়েছে, তাতে মৃত্যু হয়েছে প্রায় ২৩০ জনের। আশঙ্কার জনক অবস্থা ৬৯ জনের। তার ওপর গরমের দোসর হল দাবালন। যাতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। 

3/7

স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে, বিরাটাকারে দাবানল লেগেছে ব্রিটিশ কলোম্বিয়ার একাধিক জায়গায়। এই তাপপ্রবাহ যে কতদিন চলবে তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। ঝলসে যাচ্ছে সব কিছু। 

4/7

তাপ প্রবাহে এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে  স্কুল। এমনকি টিকাকরণও বন্ধ। দিনের বেলা বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।  

5/7

আগুনে বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাপপ্রবাহ থাকায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। রাত দিন কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। 

6/7

 রাতেও তাপমাত্রা কমছে না। কানাডা ছাড়াও আমেরিকার ওয়াশিংটন ও ওয়েগনেও তাপপ্রবাহ চলছে। সেখানেও রেকর্ড ভাঙা তাপমাত্রা বৃদ্ধির কারণে একাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। 

7/7