1/8
নিজস্ব প্রতিবেদন: করোনার দাপটে দীর্ঘদিন গৃহবন্দি মানুষ। বাড়ি থেকে বেরনোর সুযোগ কম বললেই চলে। Work From Home এর একঘেয়েমি কাটিয়ে বাড়িতে থেকে কমবেশি সবাই বন্ধু-আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য বাইরে যাচ্ছেন, আর বাইরে গেলেই মাস্ক অনিবার্য, তবে মাস্ক পরেও কিন্তু মেক-আপ করাই যায়, কীভাবে মাস্ক পরেও মেক-আপ করবেন জেনে নিন।
2/8
photos
TRENDING NOW
3/8
বাড়ির থেকে বেরোলে মাস্ক আবশ্যক। মাস্ক পরতেই হবে। নইলে কোনও ভাবেই ঠেকানো যাবে না করোনাকে। এবার লিপস্টিক, কাজল সব এতদিন ধরে বাক্সবন্দি হয়ে রয়েছে যে সুযোগ পেলেই সকলে সেগুলোর সদব্যবহার করতে চান। কিন্তু মাস্ক পরে লিপস্টিক পরলে সেটা দেখাই যাবে না। লিপস্টিক পরার হাজারো ঝক্কি। সেই সঙ্গে অতিরিক্ত গরম-ঘামে মেকআপও গলে যাচ্ছে, গরমে ঘামে মেকআপ গললেই ত্বকের সমস্যা হবে। ব্রণর সমস্যা বাড়বে। র্যাশ হতে পারে। তাই জেনে নিন মাস্ক বাঁচিয়ে কীভাবে সুন্দর করে মেকআপ করবেন
4/8
5/8
6/8
7/8
8/8
photos